মেসি-এমবাপের বাইরে পার্থক্য গড়তে পারে অন্যরাও: স্কালোনি

ছবি: এএফপি

আট বছর পর আবারও বিশ্বকাপের ফাইনাল খেলবে আর্জেন্টিনা। ৩৬ বছরের শিরোপা খরা ঘোচানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে লিওনেল স্কালোনির দল। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিজ দল ও প্রতিপক্ষ ফ্রান্সের স্কোয়াডের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই আলবিসেলেস্তে কোচের মনে। তবে তিনি জানালেন, দুই শিবিরে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের মতো তারকা থাকলেও অন্যরাও গড়ে দিতে পারে পার্থক্য।

রোববার রাত নয়টায় লুসাইল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। দুই দলেরই আসরের শেষ পর্যন্ত আসতে পারায় সামনে থেকে নেতৃত্ব দিয়ে অবদান রেখেছেন মেসি ও এমবাপে। পাঁচ গোল করে দুজনেই আছেন গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে। তবে স্কালোনির মতে, শিরোপা নির্ধারণী লড়াইয়ের মাহাত্ম্যের সীমানা মেসি-এমবাপেকে ছাড়িয়ে আরও দূরে।

ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ৪৪ বছর বয়সী এই কোচ বলেছেন, 'আগামীকালের (রোববার) খেলা ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার, মেসি ও এমবাপেকে ছাপিয়ে (এই লড়াই)। আমাদের দুজনের (স্কালোনি ও ফ্রান্স কোচ দিদিয়ের দেশম) হাতেই প্রয়োজনীয় সব অস্ত্র আছে। শুধু তারা দুজন (মেসি-এমবাপে) নয়, অন্য খেলোয়াড়রাও পার্থক্য গড়ে দিতে পারে। লিও ভালো অবস্থায় আছে, আশা করি, সে আমাদের পক্ষে ঝাঁপিয়ে পড়বে।'

ফ্রান্সের আক্রমণভাগের মূল অস্ত্র ক্লাব পর্যায়ে মেসির পিএসজি সতীর্থ এমবাপে। গত বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ে দলকে জেতাতে তারই ছিল সবচেয়ে বড় অবদান। এবারও গোল-অ্যাসিস্ট করে অসাধারণ ছন্দে আছেন তিনি। ফাইনালে তাকে থামাতে নিঃসন্দেহে নির্দিষ্ট ছক কষতে হবে আলবিসেলেস্তেদের।

চলতি বিশ্বকাপে এমবাপের উজ্জ্বল পারফরম্যান্সের পিছনে তার সতীর্থদেরও ভূমিকা দেখছেন স্কালোনি, 'এটা (এমবাপেকে ঠেকানো) কোনো নির্দিষ্ট ব্যক্তির চেয়ে বরং অধিকতর দলীয় কাজ। আর শুধু এমবাপে নয়, যদিও এটা সত্য যে সে একজন ভালো খেলোয়াড়, ফ্রান্সের অন্য খেলোয়াড়রাও আছে যারা তাকে বল বানিয়ে দেয় এবং (কিছু কিছু ক্ষেত্রে) তার চেয়েও ভালো করে। সে এখনও তরুণ ও উন্নতি করতে থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।'

একটি ভুলই যে স্বপ্নভঙ্গের কারণ হতে পারে সেটা ভালোই জানা আছে গত বছর আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা জেতানো এই কোচের, 'সব দলই আলাদা, এমন কোনো দল নেই যারা একইরকম। ফ্রান্সের (যা দরকার) তা তাদের আছে এবং আমরা এখানে লড়তে এসেছি। ফাইনালে যে কোনো ভুলই খেলার চিত্র বদলে দিতে পারে এবং আমি আশা করি, ফলাফল আমাদের পক্ষে আসবে।'

Comments

The Daily Star  | English
COP29 protest

COP29 negotiations: The deadlock over cardinal issues

Developing countries require about $6-8 trillion a year for climate action but some analysts view this as sleight of hand accounting.

29m ago