এমবাপের বিপক্ষে কখনোই জিততে পারেননি মেসি
আর মাত্র একটি ম্যাচ। সেটা জিততে পারলেই ক্যারিয়ারে সব চাওয়াই পূর্ণ হবে লিওনেল মেসির। ইতিহাসের অন্যতম সফল এ ফুটবলারের কেবল ওই বিশ্বকাপটাই যে ছোঁয়া হয়নি। কিন্তু সেখানে বড় বাধা কিলিয়ান এমবাপে। টানা দুটি শিরোপা জিতে নিতে বদ্ধপরিকর এ তরুণও।
কাতারের লুসাইল স্টেডিয়ামে আজ রোববার রাতে ফিফা বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ ম্যাচের আগে আলোচনা চলছে মেসি ও এমবাপের দ্বৈরথ নিয়েও। কারণ এখন পর্যন্ত মুখোমুখি লড়াইয়ে কখনোই এমবাপেকে হারাতে পারেননি মেসি। জাতীয় দল তো নয়ই, ক্লাব পর্যায়েও নয়।
এখন পর্যন্ত তিনবার এমবাপের মুখোমুখি হয়েছেন মেসি। একবার জাতীয় দলে, অপর দুটি সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে। সেখানে দুটি সাফল্য ফরাসি তরুণের, অপরটি ড্র। তবে বিশ্বের সবচেয়ে মর্যাদার ফাইনালেই এ সমীকরণ ভাঙতে চাইবেন মেসি।
দুইজনের প্রথম ম্যাচটি ছিল রাশিয়ায়, ৩০ জুন ২০১৮ সালে। শেষ ষোলোর সে ম্যাচে আর্জেন্টিনাকে ৪-৩ গোলের ব্যবধানে হারায় ফ্রান্স। যেখানে জোড়া গোল করেন এমবাপে। সে আসরে চ্যাম্পিয়নও হয় ফরাসিরা।
এরপর ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে দুইবার মুখোমুখি হন এ দুই তারকা। বার্সার ঘরের মাঠে ন্যু ক্যাম্পে ড্র হয় ১-১ গোলে। তবে পিএসজির মাঠ পার্ক দি প্রিন্সেসে ৪-১ গোলে হারে বার্সেলোনা। সে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে।
মেসি-এমবাপে মুখোমুখি লড়াই
৩০/৬/২০১৮ | ফ্রান্স ৪-৩ আর্জেন্টিনা | দ্বিতীয় রাউন্ড | বিশ্বকাপ রাশিয়া ২০১৮
১৬/২/২০২১ | বার্সেলোনা ১-৪ পিএসজি | দ্বিতীয় রাউন্ড, প্রথম লেগ | চ্যাম্পিয়ন্স লিগ
১০/৩/২০২১ | পিএসজি ১-১ বার্সেলোনা | দ্বিতীয় রাউন্ড, দ্বিতীয় লেগ | চ্যাম্পিয়ন্স লিগ
মেসি-এমবাপের মুখোমুখি লড়াইয়ের ব্যক্তিগত পরিসংখ্যান
মেসির গোল: ২টি
এমবাপের গোল: ৬টি
মেসি অ্যাসিস্ট: ২টি
এমবাপের অ্যাসিস্ট: ০
মেসির জয়: ০
এমবাপের জয়: ২
ড্র: ১
Comments