মরক্কোর মাঝে রাশিয়া বিশ্বকাপের ক্রোয়েশিয়াকে খুঁজে পাচ্ছেন দালিচ
রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফেভারিটের কাতারে রাখেনি কেউই। কিন্তু আসরজুড়ে দুর্দান্ত দলীয় পারফরম্যান্সে ফাইনাল খেলেছিল তারাই। কাতার বিশ্বকাপ শুরুর আগে মরক্কোর চিত্র ছিল প্রায় একই। 'আন্ডারডগ' তকমা নিয়ে আসর শুরু করা আফ্রিকান দলটি হারিয়ে দেয় বেলজিয়াম, স্পেন, পর্তুগালের মতো হেভিওয়েটদের, ইতিহাস গড়ে জায়গা করে নেয় শেষ চারে। মরক্কোর এই স্বপ্নযাত্রার সঙ্গে চার বছর আগে নিজেদের যাত্রার মিল খুঁজে পাচ্ছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।
শনিবার রাত নয়টায় আল রাইয়ানের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় স্থান নিশ্চিতের লড়াইয়ে মাঠে নামবে ক্রোয়েশিয়া ও মরক্কো। আর্জেন্টিনা-ফ্রান্স হাই ভোল্টেজ ফাইনালের উত্তেজনায় চাপা পড়ে গেছে কাতার বিশ্বকাপের এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। গ্রুপ পর্বেও একবার মুখোমুখি হয়েছিল এই দুই দল। শক্তির বিচারে এগিয়ে থেকেও সেবার ওয়ালিদ রেগারাগির শিষ্যদের বিপক্ষে গোলশূণ্য ড্র করেছিল দালিচের শিষ্যরা।
শনিবারের ম্যাচে মরক্কো আরও শক্ত প্রতিপক্ষ হিসেবে সামনে আসবে বলে মনে করেন ক্রোয়েশিয়া কোচ। ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদকর্মীদের দালিচ বলেন, 'মরক্কো আমাদের চার বছর আগের প্রতিচ্ছবি। তারা এই পর্যন্ত (সেমিফাইনাল) পৌঁছবে কেউই আশা করেনি। এখানে থাকাটা তাদের প্রাপ্য। প্রথম ম্যাচের তুলনায় (তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে) তারা আরও কঠিন প্রতিপক্ষ হবে।'
আশরাফ হাকিমি-হাকিম জিয়েশদের প্রতি অনেক সম্মান আছে উল্লেখ করে ৫৬ বছর বয়সী কোচ আরও বলেন, 'আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। মরক্কান দলের প্রতি আমাদের অনেক সম্মান আছে। আমার মতে তাদের মানসিকতা আমাদের মতোই। এটা তাদের জন্যও অনেক বড় একটি ম্যাচ। মূল একাদশ নিয়েই তারা মাঠে নামবে।'
তাদের মতো মরক্কোও এই ম্যাচ গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলে মনে করেন দালিচ, 'তারা আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে ও অনুপ্রাণিত অবস্থায় আছে। দুই দলের জন্যই এটা বড় ও গুরুত্বপূর্ণ একটি ম্যাচ।'
Comments