ফ্রান্স-মরক্কো দুই দলের একাদশেই পরিবর্তন দুটি
অসুস্থতার কারণে ডাওট উপামেকানো ও আদ্রিয়েন রাবিওর একাদশে থাকা না থাকা নিয়ে ছিল দিনভর নানা গুঞ্জন। শেষ পর্যন্ত সে গুঞ্জনই ঠিক হয়েছে। ফ্রান্সের একাদশে নেই এ দুই খেলোয়াড়। দুটি পরিবর্তন রয়েছে মরক্কোর একাদশেও। তবে আশার কথা চোট কাটিয়ে খেলছেন মরক্কান অধিনায়ক রোমান সাইস।
বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আল খোরের আল বাইত স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। এই ম্যাচের জয়ী দল আগামী ১৮ ডিসেম্বর (রোববার) লুসাইল স্টেডিয়ামে ফাইনালে মোকাবিলা করবে লিওনেল মেসির আর্জেন্টিনার।
বেশ কিছু ফরাসি সংবাদ মাধ্যম জানিয়েছিল কাতারের স্টেডিয়ামের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে অসুস্থ হয়ে গেছেন উপামেকানো ও রাবিও। তাই বাধ্য হয়ে মরক্কোর বিপক্ষে ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে একাদশে দুটি পরিবর্তন এনেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। তাদের বদলে সুযোগ মিলেছে লিভারপুল সেন্টার ব্যাক ইব্রাহিমা কোনাতে ও মোনাকো মিডফিল্ডার ইউসুফ ফোফানার।
মরক্কোর একাদশে আত্তিয়াত আল্লাহর বদলে আশরাফ দারি ও সেলিম আমাল্লাহর বদলে নেওয়া হয়েছে নৌসাইর মাজরাউইকে। চোটের কারণে অধিনায়ক রোমান সাইসের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত তাকে নিয়েই একাদশ ঘোষণা করেছেন মরক্কান কোচ ওয়ালিদ রেগরাগি।
এই ম্যাচে টানা দ্বিতীয় ফাইনাল খেলার গৌরবের হাতছানি রয়েছে ফ্রান্সের সামনে। ফর্মে থাকা আক্রমণভাগে কোন পরিবর্তন আনেননি দেশম। একাকী স্ট্রাইকার হিসেবে থাকছেন অলিভিয়ের জিরু। আক্রমণাত্মক মিডফিল্ড পজিশনে আছেন যথারীতি আঁতোয়া গ্রিজম্যান। রাইট মিডফিল্ডার হিসেবে খেলবেন বার্সেলোনা তারকা উসমানে দেম্বেলে। লেফট মিডফিল্ডার থাকছেন কিলিয়ান এমবাপেই।
ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে অহেলিয়া চুয়ামেনিকে এই ম্যাচে সঙ্গ দেবেন ফোফানা। ডিফেন্সে রাফায়েল ভারানে, জুলস কুন্দে, থিও হার্নান্দেজদের সঙ্গে নতুন সংযোজন ২৩ বছর বয়সী কোনাতে। গোলবারের সামনে প্রহরীর দায়িত্ব পালন করবেন যথারীতি অধিনায়ক হুগো লরিস।
ফ্রান্স একাদশ: (৪-২-৩-১) হুগো লরিস (গোলরক্ষক), জুলস কুন্দে, থিও হার্নান্দেজ, রাফায়েল ভারানে, ইব্রাহিমা কোনাতে, অহেলিয়া চুয়ামেনি, ইউসুফ ফোফানা, উসমানে দেম্বেলে, আঁতোয়া গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে ও অলিভিয়ের জিরু।
মরক্কো একাদশ: (৩-৪-৩) ইয়াসিন বুনো (গোলরক্ষক), জাওয়াদ এল ইয়ামিক, রোমেইন সাইস, আশরাফ দারি, আশরাফ হাকিমি, সোফিয়ান আমরাবাত, নৌসাইর মাজরাউই, আজজেদিন ওনাহি, সোফিয়ান বোফাল, ইউসেফ এন-নেসিরি ও হাকিম জিয়েশ।
Comments