সমর্থকদের বিপক্ষেও 'লড়তে হবে' ফ্রান্সকে
ফুটবলে একটি কথা বেশ প্রচলিত, সমর্থকরা নাকি দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকা পালন করে থাকেন। কাতারে এ সুবিধাটা পেতে যাচ্ছে মরক্কো। কারণ প্রথমবারের মতো বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে কোনো আরব দেশ। যেখানে আবার খেলা হচ্ছে আরবের একটি দেশে। স্বাভাবিকভাবেই তাই স্টেডিয়ামে উপচে পড়া সমর্থন থাকবে মরক্কোর পক্ষে। যা আফ্রিকান দলটিকে দিবে বাড়তি প্রেরণা। তাই মরক্কোর সঙ্গে মাঠের পরিবেশ-পরিস্থিতির অর্থাৎ সমর্থকদের বিপক্ষেও 'লড়তে হবে' ফরাসিদের।
আজ বুধবার রাতে ফিফা বিশ্বকাপের সেমি-ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। আল খোরের আল বাইত স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এ ম্যাচের আগে আলোচনায় মরক্কানদের সমর্থকদের নিয়েই।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উঠে আসে দর্শকদের এই প্রসঙ্গ। ফরাসি কোচ দিদিয়ার দেশম বলেন, 'বিশাল সমর্থন থেকে তারা (মরক্কো) উপকৃত হচ্ছে। আমি এটি দেখেছি এবং আমার পর্যবেক্ষকরা আমাকে এ সম্পর্কে বলেছেন। আমরা জানি এটি অত্যন্ত কোলাহলপূর্ণ হতে চলেছে। তবে এটা এই প্রেক্ষাপটের অংশ এবং আমাদের এর জন্য প্রস্তুত থাকতে হবে।'
ভক্ত-সমর্থকদের এই সমর্থন মরক্কোকে বাড়তি সুবিধা দিবে মানছেন দেশম। তাই ম্যাচের সঙ্গে সমর্থকদের মোকাবেলা করার প্রস্তুতিও নিয়ে রাখবেন বলে জানান এ কোচ, 'তাদের জন্য ভালো। ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, একই সঙ্গে ম্যাচের পরিবেশের জন্যও।'
ফরাসি অধিনায়ক হুগো লরিস বলেছেন একই কথা, 'তাদের এই সমর্থনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তারা এখানে যা করেছে আমি তার প্রশংসা ও সম্মান করি। তারা তাদের গ্রুপের শীর্ষে ছিল। মাঠের ভিতরে ও বাইরে, সমন্বয়ের দিক থেকে তাদের অনেক গুণাবলী রয়েছে। পরিবেশ প্রতিকূল হবে তবে আমরা শান্তভাবে প্রস্তুতি নিচ্ছি। আমাদের আরও একবার উপরের স্তরে উঠতে প্রস্তুত থাকতে হবে।'
Comments