সার্বিয়া বনাম সুইজারল্যান্ড: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেও কাতার বিশ্বকাপে ভক্তদের হতাশ করেছে সার্বিয়া। আজ শেষ ম্যাচ জিতলে সুযোগ থাকবে তাদের। অন্যদিকে ক্যামেরুনকে অনেক ঘাম ঝরিয়ে হারালেও প্রত্যাশিতভাবেই ব্রাজিলের বিপক্ষে হেরে গেছে সুইসরা। শেষ ম্যাচে ক্যামেরুন কোন অঘটন না ঘটালে ও নিজেরা সার্বিয়ার বিপক্ষে পা না হড়কালে পরবর্তী রাউন্ডের টিকিট কাটবেন জেরদান শাকিরিরা। তবে হেরে গেলে ধরতে হবে দেশের বিমান।
ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-
কখন?
শুক্রবার, ২ ডিসেম্বর, বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা
কোথায়?
৯৭৪ স্টেডিয়াম, দোহা
নজরে থাকবেন যারা
সাফল্য পেতে ক্যামেরুন ম্যাচের মতো জালে বল জড়াতেই হবে সার্বিয়া ফরোয়ার্ডদের। তবে সেই ম্যাচের মতো সুযোগ নষ্ট করলে চলবে না আলেকজান্দার মিত্রোভিচদের। সঙ্গে দুসান তাদিচদের আবারও চেনাতে হবে নিজেদের জাত। ডিফেন্সে নিকোলা মিলেনকোভিচদেরও করা চলবে না কোন ভুল।
সুইসদের তিন বিভাগকেই জ্বলে উঠতে হবে। রুবেন ভার্গাস, জিব্রিল সো, জেরদান শাকিরি, ব্রিল এম্বোলোদের সামনে চ্যালেঞ্জ সার্বিয়ার রক্ষণ ভেদ। ব্রাজিলের বিপক্ষে কোন গোল করতে না পারা দলটির জাল খোঁজার বিকল্প নেই এই ম্যাচে। অন্যদিকে ম্যানুয়েল আকানজি, নিকো এলভেদিরা কতটা রুখতে পারবেন সার্বিয়ান ফরোয়ার্ডদের, থাকছে সেই প্রশ্নও।
সম্ভাব্য লাইন আপ
সার্বিয়া: (৩-৪-১-২): স্যাভিচ (গোলরক্ষক), মিলেনকোভিচ, পাভলোভিচ, ভেলিকোভিচ, লুকিক, জিভকোভিচ, মাকসিমোভিচ, কস্টিচ, তাদিচ, মিলিনকোভিচ-স্যাভিচ, মিত্রোভিচ
সুইজারল্যান্ড: (৪-২-৩-১): সোমার (গোলরক্ষক), আকানজি, এলভেদি, রদ্রিগেজ, উইডমার, জাকা, ফ্রেউলার, শাকিরি, সো, ভার্গাস, এমবোলো
প্রেডিকশন
শক্তিমত্তায় খুব একটা পার্থক্য না থাকলেও গোলের ধারায় আছে সার্বিয়া। তবে সুইসরা যদি আক্রমণ গড়ায় বাড়তি দক্ষতা দেখাতে পারে, ম্যাচ গড়াতে পারে তাদের দিকেও। সম্ভাবনা আছে জমজমাট লড়াইয়েরও।
সম্ভাব্য স্কোর:
সার্বিয়া ২-১ সুইজারল্যান্ড
অন্যান্য পরিসংখ্যান
১) ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল সার্বিয়া ও সুইজারল্যান্ড। পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে জয়লাভ করে সুইসরা, জেরদান শাকিরি ৯০তম মিনিটে জয়সূচক গোলটি করেছিলেন।
২) স্বাধীন দেশ হিসাবে সার্বিয়া তাদের আগের তিনটি বিশ্বকাপের প্রতিটিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরেছে, প্রতিটি পরাজয়ে কমপক্ষে দুটি গোল হজম করেছে।
৩) সার্বিয়ার হয়ে সব প্রতিযোগিতায় তার শেষ ছয়টি ম্যাচে সাতটি গোল করেছেন মিত্রোভিচ - তিনিই একমাত্র খেলোয়াড় যিনি দেশের হয়ে বিশ্বকাপে একাধিক গোল করেছেন।
৪) স্বাধীন দেশ হিসেবে সার্বিয়া কখনই নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।
৫) সুইজারল্যান্ড টানা তৃতীয়বারের মতো শেষ ষোলোতে পৌঁছতে চাইছে। ব্রাজিলকে ক্যামেরুন না হারাতে পারলে কেবল ড্র করলেই নকআউট পর্ব নিশ্চিত হবে তাদের।
৬) নিজেদের শেষ চারটি বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে কখনো হারেনি সুইজারল্যান্ড।
Comments