অসুস্থ হয়ে ফের হাসপাতালে কিংবদন্তি পেলে
কদিন আগে একবার হাসপাতালে ভর্তি ছিলেন পেলে। সেরে উঠে ফিরে দেখছিলেন চলমান বিশ্বকাপ ফুটবলের খেলা। তবে আবারও এই কিংবদন্তি ফুটবলারকে নেওয়া হয়েছে হাসপাতালে।
৮২ বছর বয়সী পেলে শারীরিক অবস্থা নিয়ে অবশ্য উদ্বেগের কিছু বলেননি তার মেয়ে কেলি নসিমেন্তো। তিনি জানান কোলন ক্যান্সারে আক্রান্ত এই মহা তারকাকে রুটিন চিকিৎসার জন্য নেওয়া হয়েছে হাসপাতালে, 'নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। খুব জরুরি বা নতুন কোন মারাত্মক পরিস্থিতি তৈরি হয়নি। তার অসুস্থতার খবরে সবার উদ্বেগ ও ভালোবাসাকে আমরা শ্রদ্ধা জানাই।'
গত বছর কোলন ক্যান্সার ধরা পড়ার পর নিয়মিত ক্যামোথেরাপি দেওয়া হচ্ছে পেলেকে। ২০২১ সালের সেপ্টেম্বরে অস্ত্রোপচার করিয়ে তার টিউমার অপসারণ করা হয়।
এডিসন আরেন্তেস দো নাসিমেন্তো পেলে নামেই সারা দুনিয়ায় সমাদৃত। তাকে তর্কসাপেক্ষভাবে সর্বকালের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফুটবলার তিনি। একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০) জেতার কীর্তি আছে পেলের। ১৯৭৭ সালে অবসরের আগে সব ধরণের ফুটবলে ১ হাজার গোল করেছিলেন তিনি।
চলতি বিশ্বকাপের আগে ব্রাজিল দলকে শুভকামনা জানিয়ে পেলে বলেছিলেন, 'যাও এবার হেক্সা জিতে আস।'
Comments