মেসি-লেভানদোভস্কির তুলনা পছন্দ নয় কোচদেরও
লিওনেল মেসি ও রবার্ট লেভানদোভস্কির মধ্যে কে সেরা? এই প্রশ্ন আসতেই পারে ফুটবল ভক্তদের মনে। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের হয়ে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই দুই তারকা মুখোমুখি হবেন কাতার বিশ্বকাপেও। তবে সেখানে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াই টেনে আনার পক্ষে নন দুই দলের দুই কোচ।
ক্লাব ফুটবলে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে আলো ছড়িয়ে আসছেন মেসি ও লেভানদোভস্কি। দুজনেই ভেঙেছেন একাধিক রেকর্ড, লিখেছেন একের পর এক সাফল্যগাঁথা। বুধবার দিবাগত রাতে 'সি' গ্রুপের মহাগুরুত্বপূর্ণ খেলায় মুখোমুখি হবে তাদের দল আর্জেন্টিনা ও পোল্যান্ড। সেই ম্যাচের আগে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি আহ্বান জানালেন মেসি-লেভানদোভস্কির তুলনা বাদ দিয়ে তাদের খেলা উপভোগ করতে।
পূর্ববর্তী সে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ বলেন, 'সে (লেভানদোভস্কি) দারুণ একজন খেলোয়াড়, একজন ভক্তের মতো তাকে সামনে থেকে দেখতে পারাও বিশেষ কিছু এবং আনন্দের বিষয়। আর সে কি মেসির সমতুল্য কি-না? আপনাকে এসব বাদ দিয়ে এটা উপভোগ করতে হবে, একজনের সঙ্গে আরেকজনের তুলনা করার দরকার নেই। এইসব তুলনা অকেজো।'
এদিকে পোল্যান্ড কোচ চেসলাভ মিকনিয়েভিচের মতে লড়াইটা এই দুই তারকার ব্যক্তিগত নয়, 'এই গ্রুপ হওয়ার পর থেকে পুরো বিশ্ব ম্যাচটি দেখার অপেক্ষায় আছে। এই লড়াই পোল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে, লেভানদোভস্কি ও মেসির মধ্যে নয়। এটা টেনিস খেলা না, যেখানে তারা একে অপরের বিপক্ষে খেলবে কিংবা সবাই অপেক্ষা করবে কার সার্ভিস এইস হলো অথবা কে সুন্দর লব শট খেলল। রবার্টের যেমন সতীর্থদের প্রয়োজন এখানে, তেমননি মেসিরও।
প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে নিজেদের শেষ ষোলর পথ কঠিন করে ফেলেছে আর্জেন্টিনা। পোলিশদের বিপক্ষে হেরে গেলে মেসিদের তাই ধরতে হবে দেশের বিমান। ড্র করলে চেয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে, সঙ্গে আসবে গোল ব্যবধানের জটিল সমীকরণও। অন্যদিকে পোল্যান্ড আছে তূলনামূলক সুবিধাজনক অবস্থানে, ড্র করলেই পরের রাউন্ডে পা রাখবে তারা।
Comments