রোনালদোর পায়ের পরশ নিয়ে নিজের পায়ে মাখলেন রদ্রিগো
রোনালদো লুইস নাজারিও ডি লিমা। অনেকের মতে প্রতিপক্ষের বক্সের ভেতর তার মতো বিপদজনক ফুটবলার আর আসেনি। স্ট্রাইকার হিসেবে ইতিহাসের অন্যতম সেরা তিনি। বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে কাছে পেয়ে দারুণ এক কাণ্ড করেছেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। যার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বিশ্বকাপ চলাকালীন ফিফার হয়ে ব্রাজিলের খেলোয়াড়দের সাক্ষাতকার নিচ্ছেন রোনালদো। ২০০২ বিশ্বকাপ জয়ের এই নায়ক সুইজারল্যান্ড ম্যাচের আগে কথা বলেন রদ্রিগোর সঙ্গে।
সাক্ষাতকারের শেষ দিকে রোনালদো বলেন, 'সব সাফল্যের জন্য ছুটে যাও। পুরো ব্রাজিলের তোমার সঙ্গে আছে। ধন্যবাদ।'
হাত মিলিয়ে উঠে দাঁড়িয়েই রদ্রিগো নিজের দুই হাত দিয়ে রোনালদোর দুই পা স্পর্শ করেন। এবং নিজের দুই পায়ে সেই স্পর্শ মাখেন। এই সময় হেসে উঠেন 'দ্য ফেনেমেনন' খ্যাত কিংবদন্তি।
De crack a crack #Rodrygo a Ronaldo pic.twitter.com/4xcuCfahwu
— Veronica Brunati (@verobrunati) November 29, 2022
ব্রাজিলের হয়ে ১৯ ম্যাচ খেলে বিশ্বকাপে ১৫ গোল করেন রোনালদো। জার্মানির মিরস্লোভ ক্লোজা (২৪ ম্যাচে ১৬ গোল) ভাঙার আগে এটিই ছিল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড। ২০০২ বিশ্বকাপে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি।
বল পেলেই প্রতিপক্ষের সীমানায় আতঙ্ক ছড়াতেন। রোনালদোর জাদুকরী পা জোড়ার স্পর্শ মেখে তাই নিজেকে সেই মাপে নিয়ে যাওয়ার তীব্র আঙ্খাকা জানিয়ে গেলেন রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো।
সাক্ষাতকারে রোনালদো প্রথমে জিজ্ঞেস করেন, 'প্রথম বিশ্বকাপের অভিজ্ঞতা কেমন হচ্ছে তোমার। আমার মনে আছে ১৭ বছর বয়েসে যখন বিশ্বকাপে আসে (১৯৯৪) তখন কি রোমাঞ্চকর ছিল ব্যাপারটা।'
রোমাঞ্চিত রদ্রিগো জানান প্রতিনিয়ত শেখার মধ্যে আছেন তিনি,'আপনার সঙ্গে কথা বলতে পারা দুর্দান্ত ব্যাপার। সব সময় শেখার মধ্যে আছে। মাঠে, ডাগ আউটে, ড্রেসিং রুমে, হোটেলে। সবখানে আবহ থেকে শিখছি।'
নেইমারের চোটে ব্রাজিলের প্রথম একাদশে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল রদ্রিগোর। সেই ম্যাচের জন্য নিজেকে সেভাবে তৈরিও রেখেছিলেন তিনি। তবে সুইসদের বিপক্ষে রদ্রিগোকে শুরুতে নামাননি তিতে। বিরতির পর নেমেছিলেন বদলি হিসেবে। ক্যামেরুনের বিপক্ষে শেষ ম্যাচে ঘটতে পারে এই সুযোগ।
২১ পেরুনো এই ফুটবলার সেজন্য নিজেকে রাখছেন প্রস্তুত, 'আমি প্রস্তুত আছি। যখনই সুযোগ আসবে আমি কাজে লাগাতে চাইব। যদি শুরুর একাদশে রাখা হয় নিজেকে মেলে ধরব। মানসিকভাবে সেই প্রস্তুতি আছে।'
Comments