এখনও জার্মানির সামর্থ্য দেখানোর সুযোগ দেখছেন মুলার

ছবি: এএফপি

কাতার বিশ্বকাপের শুরুটা এর চেয়ে খারাপ হতে পারত না জার্মানির জন্য। শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকা জাপানের বিপক্ষে হেরে বাজেভাবে আসর শুরু করে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এখনও ষোলো নিশ্চিতের সম্ভাবনা রয়েছে হান্সি ফ্লিকের শিষ্যদের। সেটার জন্য তাদের চেয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকেও। তবে আশা হারাচ্ছেন না দলটির তারকা ফরোয়ার্ড থমাস মুলার।

দুই ম্যাচে এক ড্র ও এক হারে ১ পয়েন্ট নিয়ে 'জি' গ্রুপের তলানিতে অবস্থান করছে জার্মানরা। সমান ম্যাচ খেলে ৩ পয়েন্ট করে নিয়ে দুই ও তিনে যথাক্রমে জাপান ও কোস্টারিকা। আর ৪ পয়েন্ট পেয়ে শীর্ষে আছে স্পেন। আগামী শুক্রবার রাতে নিজেদের শেষ ম্যাচে কোস্টারিকাকে হারালে জার্মানির পয়েন্ট দাঁড়াবে ৪। ফলে স্পেন জাপানকে হারিয়ে দিলে কোনো সমীকরণ ছাড়াই নকআউটে পা রাখবে ২০১৪ আসরের শিরোপাধারীরা। তবে ম্যাচটি ড্র হলে কিংবা হাজিমে মরিয়াসুর শিষ্যরা আরেকটি অঘটন ঘটিয়ে ফেললে আসবে গোল ব্যবধানের জটিল সমীকরণ।

সামনের পথ অনিশ্চয়তায় পূর্ণ। তবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মুলার বাস্তবতা মেনে শোনান আশার গল্পও, 'আমাদের মধ্যে সত্যটা মেনে নেওয়ার প্রবণতা রয়েছে। আমাদের হাতে ১ পয়েন্ট আছে ও আমাদের গোল ব্যবধান মাইনাস ওয়ান (-১)। সুতরাং, বেশি আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমাদের এখনও (পরবর্তী রাউন্ডে) যাওয়ার এবং আমাদের যে (সক্ষমতা) আছে, সেটা ফুটবল বিশ্বকে দেখানোর সুযোগ রয়েছে।'

গোল ব্যবধানের সমীকরণ এড়াতে নিজেরা জেতার পাশাপাশি জার্মানরা তাকিয়ে থাকবে স্পেনের জয়ের দিকে। শীর্ষস্থানধারী স্প্যানিশদের গোল ব্যবধান +৭। আর জাপানের কাছে স্প্যানিশরা হেরে গেলে তাদের পেছনে ফেলতে কোস্টারিকাকে ৮ গোলের ব্যবধানে হারাতে হবে জার্মানিকে। তবে এমন ভাবনা অবাস্তব বলেই মনে করেন ৩৩ বছর বয়সী বায়ার্ন মিউনিখ তারকা, '(নিজেদের খেলার) একই সঙ্গে অন্য খেলাগুলোতে নজর রাখাও গুরুত্বপূর্ণ। কারণ, সেই অনুযায়ী আপনি আপনার কৌশলে সামান্য পরিবর্তন আনতে পারবেন। আমরা আমাদের সাধ্যমতো সেরা খেলাটা খেলতে চাই ও জিততে চাই। কিন্তু আমি মনে করি না যে আপনি বলতে পারেন যে বিশ্বকাপে ৮-০ একটি বাস্তবসম্মত ভাবনা।'

তবে কোস্টারিকার ডি-বক্সে অধিক সময় কাটানোর প্রত্যাশাও ব্যক্ত করেন মুলার, 'আমি মনে করি, স্পেনের বিপক্ষে ম্যাচের তুলনায় কোস্টারিকা ম্যাচে আমরা অনেকবার প্রতিপক্ষের বক্সে (হানা দিতে) পারব। তখন আসবে বক্সে আমরা কীভাবে খেলি সেই ব্যাপারটা।'

নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ২-১ গোলে হারার পর গত রোববার রাতে স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে জার্মানি। ফলে কোস্টারিকার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামতে হবে তাদের।

Comments

The Daily Star  | English

Fire service & civil defence: High-risk job, low pay

Despite risking their lives constantly in the line of duty, firefighters are deprived of the pay enjoyed by employees of other departments, an analysis of their organograms shows.

5h ago