ভাইয়ের আবেগি বার্তায় উল্টো খেপেছেন আর্জেন্টিনা কোচ

প্রথমার্ধে লড়াইটা হলো সমান। আসলে মেক্সিকো শিবিরে তখন তেমন কোনো ভীতিই ছড়াতে পারেনি আর্জেন্টিনা। চাপ ক্রমেই বাড়ছিল। বাড়ছিল শঙ্কা। বাড়ছিল হতাশাও। তবে শেষ পর্যন্ত সব শঙ্কা উড়িয়ে কাঙ্ক্ষিত জয়। এমন জয়ে সমর্থকদের উচ্ছ্বাসটাও তাই বাঁধভাঙ্গা। কিন্তু এ বিষয়টি পছন্দ হচ্ছে না আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির।

কাতারের লুসাইল স্টেডিয়ামে শনিবার রাতে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে অধিনায়ক লিওনেল মেসি ও এঞ্জো ফার্নান্দেজের গোল জয় নিশ্চিত করে দলটির। তাতে নকআউট পর্বের আশা ভালোভাবেই জিইয়ে রেখেছে দুইবারের চ্যাম্পিয়নরা।

আর এ জয় নিশ্চিত হতেই ভাই মাউরো স্কালোনির কাছ থেকে একটি ক্ষুদে বার্তা পান কোচ স্কালোনি। খুশিতে তখন কাঁদছিলেন মাউরো। কিন্তু একটি ফুটবল ম্যাচের জন্য এতো আবেগ পছন্দ হয়নি আর্জেন্টাইন কোচের।

ম্যাচ শেষে তাই সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান স্কালোনি, 'আপনাদের কিছু সাধারণ জ্ঞান থাকতে হবে, এটি শুধুমাত্র একটি ফুটবল ম্যাচ। আমি আমার ভাইয়ের কাছ থেকে একটি বার্তা পেয়েছি যে সে কাঁদছে এবং এটি এমন হতে পারে না। এটা এমন যেন একটি ফুটবল ম্যাচের চেয়েও বেশি।'

এ ম্যাচ হারলেও সব কিছু স্বাভাবিকভাবেই চলতো বলে মনে করেন এ কোচ, 'আমি এটা শেয়ার করছি না। তবে খেলোয়াড়দের অবশ্যই বুঝতে হবে এটি একটি ফুটবল ম্যাচ। না হলে প্রতিটি ম্যাচেই এমন হবে। মানুষকে বোঝানো কঠিন যে আগামীকাল সূর্য উঠবে, জিতবে বা হারবে। কীভাবে তা গুরুত্বপূর্ণ। যাই হোক আপনাকে কাজ করতে হবে।'

অথচ একটু উনিশ বিশ হলেই এখন বিমানের টিকেট কাটতে হতো আর্জেন্টিনাকে। এ জয়ে বিশ্বকাপে টিকে তো রয়েছেই, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও অসম্ভব নয়। তাই নজরটা এখন পোল্যান্ড ম্যাচের দিকে এ কোচের, 'আগামীকাল আমাদের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে এবং এটি এমন যে যখন আমরা কোপা (আমেরিকা) ফাইনাল জিতেছিলাম এবং পরবর্তীতে কী হবে তা নিয়ে আমাদের ভাবতে হয়েছিল। আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, আপনাকে ভারসাম্য বজায় রাখতে হবে।'

নিজেদের এবং দেশের সম্মানের জন্যই বাকি ম্যাচে খেলতে হবে বলে জানান স্কালোনি, 'পোল্যান্ড খুব কঠিন একটি দল, (আর্জেন্টিনার বিপক্ষে) সবাই ভিন্নভাবে খেলে। এবং আমরা শুধু লিও (মেসির) জন্য নয়, অন্য সব খেলোয়াড়ের জন্য এবং আর্জেন্টিনার প্রতি সম্মানের জন্য খেলতে হবে।'

Comments

The Daily Star  | English

Daily Star’s photo exhibition ‘36 Days of July -- Saluting The Bravehearts’ begins

The event began with a one-minute silence to honour the students and people, who fought against fascism

52m ago