মাঠে নেমেই ম্যারাডোনার রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি

ছবি: এএফপি

সৌদি আরবের বিপক্ষে আগের ম্যাচে দুই রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। মেক্সিকোর বিপক্ষে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচেও আরেক কীর্তিতে নাম লেখালেন তিনি। রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড ছুঁয়ে ফেললেন দিয়েগো ম্যারাডোনাকে।

শনিবার কাতার বিশ্বকাপের 'সি' গ্রুপে বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও মেক্সিকো। লুসাইল স্টেডিয়ামে খেলাটি মাঠে গড়িয়েছে বাংলাদেশ সময় রাত একটায়। বিশ্বকাপে এটি ৩৫ বছর বয়সী মেসির ২১তম ম্যাচ। ফুটবলের বিশ্ব আসরে সমান সংখ্যক ম্যাচ খেলেছিলেন প্রয়াত কিংবদন্তি ম্যারাডোনাও। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এখন যৌথভাবে দুজনের দখলে।

১৯৮২, ১৯৮৬, ১৯৯০ ও ১৯৯৪ সালের বিশ্বকাপ মিলিয়ে ২১টি ম্যাচ খেলেছিলেন ম্যারাডোনা। ফুটবল ঈশ্বর খ্যাত তারকার অসামান্য নৈপুণ্যে মেক্সিকোর মাটিতেই ১৯৮৬ বিশ্বকাপ ঘরে তুলেছিল আর্জেন্টিনা। সময়ের অন্যতম সেরা তারকা মেসির বিশ্বকাপে অভিষেক হয়েছিল ২০০৬ সালে। এবারের আগে আরও তিনটি বিশ্বকাপ খেলেছেন তিনি। তার নেতৃত্বে ২০১৪ সালে ব্রাজিলের মাটিতে ফাইনালে উঠেছিল আলবিসেলেস্তেরা। কিন্তু ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে যায় তাদের।

আগের ২০ ম্যাচে মেসি গোল করেছেন সাতটি। ম্যারাডোনা আট গোল করেছিলেন ২১ ম্যাচে। সমান সংখ্যক গোল আছে গিলের্মো স্তাবিলের। ১৯৩০ সালে উদ্বোধনী বিশ্বকাপে চার ম্যাচে আট গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন তিনি। বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে সর্বোচ্চ গোলদাতার মালিক গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ১২ ম্যাচে তার নামের পাশে রয়েছে ১০ গোল।

উল্লেখ্য, সৌদির বিপক্ষে অপ্রত্যাশিতভাবে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে নতুন ইতিহাস গড়েন আর্জেন্টাইন অধিনায়ক। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে খেলছেন এই মহাতারকা। এছাড়া, আর্জেন্টিনার প্রথম ও সব মিলিয়ে পঞ্চম খেলোয়াড় হিসেবে চারটি বিশ্বকাপে গোল দেওয়ার নজিরও গড়েন তিনি।

Comments

The Daily Star  | English

Daily Star’s photo exhibition ‘36 Days of July -- Saluting The Bravehearts’ begins

The event began with a one-minute silence to honour the students and people, who fought against fascism

3h ago