সৌদি আরব বনাম পোল্যান্ড: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
প্রথম ম্যাচে ড্র করা পোল্যান্ড খুব করে চাইবে সৌদি আরবের বিপক্ষে ঘুরে দাঁড়াতে। তবে এশিয়ার দলটিও ছেড়ে কথা বলবে না। আর্জেন্টিনার বিপক্ষে দেখা গেছে অঘটন ঘটাতে কতটা সক্ষম তারা।
ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-
কখন?
শনিবার, ২৬ নভেম্বর, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা
কোথায়?
এডুকেশন সিটি স্টেডিয়াম, দোহা
নজরে থাকবেন যারা
মেক্সিকোর বিপক্ষে রবার্ট লেভানদোভস্কির পেনাল্টি মিসের কারণে তিন পয়েন্ট হাতছাড়া হয়েছে পোল্যান্ডের। পাশাপাশি তার পায়ের কাজও যথেষ্ট বিবর্ণ ছিল সেই ম্যাচে। সৌদির বিপক্ষে তার জ্বলে ওঠার অপেক্ষায় থাকবে দল।
আর্জেন্টিনার বিপক্ষে গোল করা সালেহ আল-শেহরি ও সালেম আল-দাওসারির দিকে এই ম্যাচেও চেয়ে থাকবে সৌদি।
সম্ভাব্য লাইন আপ
পোল্যান্ড: (৪-২-৩-১): শেজনি (গোলরক্ষক), ক্যাশ, গ্লিক, বেরেশিন্সকি, কিভিওর, ক্রিচোভিয়াক, শিমান্সকি, জিয়েলিন্সকি, জালেভস্কি, কামিন্সকি, লেভানদোভস্কি
সৌদি আরব: (৪-৩-৩) আল-ওয়াইস (গোলরক্ষক), আল-বালিহি, বুরাইক, আলতাম্বাকতি, আবদুলহামিদ, কান্নো, মালকি, ফারাজ, আল-দাওসারি, আল-শেহরি, আল-বুরাইকান
প্রেডিকশন
কাগজে কলমে পোল্যান্ড ঢের এগিয়ে থাকলেও প্রথম ম্যাচে অঘটন ঘটিয়ে সৌদি ভক্তদের প্রত্যাশার চাপ মাথায় নিয়ে নিয়েছে মধ্যপ্রাচ্যের দলটি। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা হার্ভে রেনার্ডের শিষ্যদের সঙ্গে জয়ের জন্য মরিয়া পোলিশদের লড়াই হতে পারে জমজমাটও।
সম্ভাব্য স্কোর:
পোল্যান্ড ১-১ সৌদি আরব
অন্যান্য পরিসংখ্যান
১) বিশ্বকাপে এই প্রথম মুখোমুখি হচ্ছে পোল্যান্ড ও সৌদি আরব। দুই দল এর আগে চারবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে এবং তার সবকটিতেই জিতেছে পোল্যান্ড।
২) ৭০'এর দশকের শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বেই অংশ নেয়নি সৌদি আরব। তবে ১৯৯৪ সালে তাদের অভিষেকের আসরেই শেষ ষোলোতে পৌঁছেছিল দলটি।
৩) মঙ্গলবার আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের দিয়েছে সৌদি আরব।
৪) পোল্যান্ড এবং সৌদি আরব দুই দলই নিজেদের প্রথম ম্যাচে বল দখলের লড়াইয়ে ৪০ শতাংশেরও কম ছিল। মেক্সিকোর সঙ্গে ০-০ ড্রতে পোল্যান্ড ৩৯% এবং আর্জেন্টিনার সঙ্গে সৌদি আরব ৩১% বল দখলে রেখেছিল।
৫) ১৯৩৮ সালে নিজেদের প্রথম বিশ্বকাপ খেলেছিল পোল্যান্ড। কিন্তু পরের বিশ্বকাপ খেলতে অপেক্ষা করতে হয়েছিল ৩৬ বছর। এবার সেবার তারা তৃতীয় হয়েছিল। তারা এখন নয়বার মূল পর্বে খেলেছে দলটি।
৬) এশিয়ান প্রতিপক্ষের সঙ্গে এটা পোল্যান্ডের তৃতীয় বিশ্বকাপ ম্যাচ। আগের দুটিতে একটিতে জয় এবং একটিতে হেরেছে তারা।
৭) বিশ্বকাপে ইউরোপীয় প্রতিপক্ষের সঙ্গে আগের ১০টি ম্যাচের মধ্যে নয়টিতে হেরেছে সৌদি আরব। সেই একমাত্র জয়টি ১৯৯৪ সালে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছিল তারা।
Comments