ঢাকা-মাওয়া রোডে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকা-মাওয়া রোডে ট্রাকের ধাক্কায় নাঈম হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সাগর (১৯) নামে আরও একজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোররাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া।

নাঈমের বন্ধু মো. শরিফ হোসেন বলেন, 'গতকাল রাতে আমার মোটরসাইকেলটি নিয়েই নাঈম আরেক বন্ধুর জন্মদিনের পালন করতে মাওয়া ঘাট যায়। সেখান থেকে মধ্যরাতে ঢাকায় ফেরার সময় ঢাকা-মাওয়া রোডের পোস্তগোলা ব্রিজের পশ্চিম পাশের ঢালে তাদের মোটরসাইকেলটিতে একটি ট্রাক ধাক্কা দেয় বলে শুনতে পেরেছি। এতে ২ জন আহত হন। আহত অবস্থায় অন্য বন্ধুরা তাদের ঢামেক হাসপাতালে নিয়ে যান।'

আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতালের চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।

ইন্সপেক্টর বাচ্চু মিয়া ডেইলি স্টারকে বলেন, 'নাঈমের মরদেহ মর্গে রাখা হয়েছে। আর আহত সাগরকে ঢামেক হাসপাতাল থেকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।'

হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ডেইলি স্টারকে বলেন, 'ঢাকা-মাওয়া রোডের ইকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় রাখা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Dhaka slams desecration of nat’l flag in Kolkata

The government yesterday strongly condemned the desecration of Bangladesh’s national flag and the burning of Chief Adviser Prof Muhammad Yunus’s effigy in Kolkata as “deplorable acts”.

1h ago