চকরিয়ায় নির্মাণাধীন ভবনের পাইলিং স্ট্যান্ড ভেঙে নিহত ২
কক্সবাজারের চকরিয়ায় একটি নির্মাণাধীন স্কুল ভবনের পাইলিং স্ট্যান্ড ভেঙে ২ জন নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফাঁসিয়াখালী ইউনিয়নের কিসমত পাড়ার সুলতান আহমদ (৫০) ও একই এলাকার আব্দুস শুক্কুর (৫৫)।
খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার কথা নিশ্চিত করে জানান, 'কিছুদিন আগে স্কুলের নতুন বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ সন্ধ্যায় পাইলিং চলার সময় স্থানীয় উৎসুক লোকজন ভিড় করে নির্মাণ কাজ দেখছিল। এ সময় পাইলিংয়ের স্ট্যান্ড ভেঙে লোকজনের ওপর পড়ে। এতে গুরুতর দুই জন গুরুতর আহত হন। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।'
চকরিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Comments