ওয়ানডেতে ফিরেই এনামুলের ফিফটি

ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড সংখ্যক রান করে জাতীয় দলে ফেরেন এনামুল হক বিজয়। তবে পছন্দের সংস্করণ ওয়ানডেতে খেলার সুযোগ মিলছিল না তার। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে পেলেন কাঙ্ক্ষিত সুযোগ। আর জ্বলে উঠতে সময় নিলেন না তিনি।

শুক্রবার হারারের স্পোর্টস পার্কে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ৪৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৩৫ রান করেছে টাইগাররা। এনামুল ব্যাট করছেন ৫৬ রানে। ২৫ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম।

দীর্ঘদিন পর ফেরার ম্যাচে নিজের ফিফটিটা এদিন ছক্কা মেরে পূরণ করেন এনামুল। মিল্টন শুম্বার বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে উড়িয়ে পূরণ করেন হাফসেঞ্চুরি। সবমিলিয়ে ওয়ানডেতে এটা তার চতুর্থ হাফসেঞ্চুরি। তিনটি সেঞ্চুরিও রয়েছে তার। এদিনও ফিফটিকে তিন অঙ্কে পরিণত করার সুযোগ পাচ্ছেন তিনি।

সবশেষ ২০১৪ সালে ফিফটি করেছিলেন এনামুল। এবারও প্রতিপক্ষ ছিল এই জিম্বাবুয়ে। তবে সেটা ছিল ঘরের মাঠে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সে ম্যাচে অবশ্য মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছিলেন এনামুল।

এদিন অধিনায়ক তামিম ইকবালের বিদায়ের পর মাঠে নামেন এনামুল। উইকেটে নেমে দেখে শুনেই খেলতে থাকেন। স্বাভাবিক ওয়ানডে ব্যাটিংটাই করেন। নিয়মিত বাউন্ডারি মেরে সচল রাখেন রানের চাকাও। তাতে জিম্বাবুয়েকে বড় লক্ষ্যই দিতে যাচ্ছে টাইগাররা।

Comments

The Daily Star  | English

Dhaka condemns desecration of national flag in Kolkata

Condemns violent protests outside its Deputy High Commission in Kolkata

1h ago