‘নিজেদের মাঠে জিম্বাবুয়ে বিপদজনক দল’
জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে পুরো ভিন্ন পরিস্থিতি। এই সংস্করণে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে যেন অজেয় শক্তি। সেই ২০১৪ সালের পর থেকে আর তাদের কাছে ওয়ানডে হারেনি বাংলাদেশ। তাও তাদের হালকা করে দেখছেন না অধিনায়ক তামিম ইকবাল। সেরা কয়েকজন খেলোয়াড় না থাকলেও জিম্বাবুয়েকে তাদের কন্ডিশনে বিপদজনক বলছেন তিনি।
টি-টোয়েন্টি সিরিজে চোট পাওয়ায় জিম্বাবুয়ে এই সিরিজে পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিনকে। এই সিরিজে তাই নেতৃত্ব দেবেন রেজিস চাকাভা। জিম্বাবুয়ে স্কোয়াডে নেই শন উইলিয়ামসের মতো অভিজ্ঞ ব্যাটার।
সেরা দুই বোলার ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতারাকেও চোটের ধাক্কায় পাচ্ছে না তারা। সর্বশেষ খেলা দল থেকে ৮টি বদল এনে অনভিজ্ঞ স্কোয়াড নামাতে হচ্ছে তাদের।
এদিক থেকে সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশ আছে পুরো শক্তির। তামিমের নেতৃত্বে সর্বশেষ ৭ সিরিজের ৬টিতেই জয় এসেছে। সেদিক থেকে জিম্বাবুয়ের এই দল অতি সহজ শিকার হওয়ার কথা। তবে সিরিজে খেলতে নামার আগে কাগজে কলমের হিসাব সরিয়ে রাখছেন সফরকারী অধিনায়ক, 'দুই দলের শক্তি বিচার করলে আমরাই এগিয়ে। তবে ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো করবে, জিতবে সেই দলই। টি-টোয়েন্টিতে তো জিম্বাবুয়ে আমাদের চেয়ে ভালো খেলেছে বলেই সিরিজ জিতেছে। এখানেও একই কথা। যদি ওদের হারাতে চাই, নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপদজনক দল।'
সিরিজ জেতার পাশাপাশি নিজেদের কিছু ভুলত্রুটিও শোধরে নেওয়ার লক্ষ্য ঠিক করেছেন তামিম, 'এত দিন ধরে আমরা যেটা সঠিকভাবে করে এসেছি, সেটিই করতে হবে। আর যে জিনিসগুলো ঠিকঠাক করিনি, ভুল করেছি, সেগুলো ঠিক করতে হবে। মোটকথা, প্রক্রিয়াটা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কঠিন পরিস্থিতিতেও আমরা যেন ভালো করতে পারি।'
Comments