স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেলচাপায় শিশু নিহত

aaphrojaa.jpg
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেলচাপায় আফরোজা আক্তার রিয়া নামে ৬ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ভূঞারহাট-দুধমুখা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আফরোজা সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিরাহিমপুর গ্রামের ইসমাইল হোসেন রিয়াদের মেয়ে। সে বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিদিনের মতো আফরোজা বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে চাপা দেয়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী হাসপাতালে নিয়ে যায়। সকাল ১০টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আফরোজাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরে এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা ভূঞারহাট-দুধমুখা আঞ্চলিক সড়ক অবরোধ করেছিল। পুলিশ উপস্থিত হয়ে মোটরসাইকেল চালককে আইনের আওতায় আনার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেুকুর রহমান ডেইলি স্টারকে বলেন, মোটরসাইকেল চালক আমাদের হেফাজতে রয়েছে। এলাকাবাসী তাকে আটক করে থানায় সোপর্দ করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Fire service & civil defence: High-risk job, low pay

Despite risking their lives constantly in the line of duty, firefighters are deprived of the pay enjoyed by employees of other departments, an analysis of their organograms shows.

5h ago