জিম্বাবুয়ে সফরে চ্যালেঞ্জ নিতে তৈরি আছি: সোহান
মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে আসন্ন জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে। আফ্রিকার দেশটির বিপক্ষে চ্যালেঞ্জ নিতে তৈরি এই উইকেটরক্ষক-ব্যাটারের লক্ষ্য একটি ইউনিট হিসেবে খেলা।
জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একই সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী ৩০ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের জন্য সোহানকে অধিনায়ক করে শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পাকাপাকিভাবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়নি। আগামী এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্য কোনো অধিনায়কের নেতৃত্বে খেলবে টাইগাররা। সাকিব আল হাসানই যে দলনেতা হতে যাচ্ছেন, তা প্রায় নিশ্চিত।
রাজধানীর একটি হোটেলে সভা শেষে নতুন অধিনায়ক হিসেবে ২৮ বছর বয়সী সোহানের নাম ঘোষণা করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। নেতৃত্ব পাওয়ার পর দ্য ডেইলি স্টারকে সোহান বলেছেন, জিম্বাবুয়ে সফরে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন তিনি, 'অবশ্যই, এটা আমার জন্য একটি চ্যালেঞ্জ। তবে আমি এটার জন্য তৈরি আছি।'
তরুণদের নিয়ে টি-টোয়েন্টি স্কোয়াড সাজিয়েছে বিসিবি। তারকা অলরাউন্ডার সাকিব জিম্বাবুয়ে সফর থেকে ছুটি নিয়েছিলেন আগেই। ব্যাট হাতে বাজে সময় পার করতে থাকা মাহমুদউল্লাহ অধিনায়কত্ব হারানোর পাশাপাশি দলেও জায়গা খুইয়েছেন। পবিত্র হজ পালন করতে বাংলাদেশের সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে না যাওয়া মুশফিককেও রাখা হয়নি। দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন ও ডানহাতি পেসার হাসান মাহমুদ। ২০ বছর বয়সী ইমনের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। আর ২২ বছর বয়সী মাহমুদ বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন।
সিনিয়ররা না থাকলেও জিম্বাবুয়েতে ভালো পারফর্ম করার ব্যাপারে আশাবাদী সোহান। সেজন্য দলের প্রত্যেকের কাছ থেকে অবদান চাইছেন তিনি, 'আমি আত্মবিশ্বাসী যে আমরা যদি ইউনিট হিসেবে খেলতে পারি, তাহলে আমরা অনেক ভালো পারফর্ম করতে পারব। আমার লক্ষ্য থাকবে দলকে একটি পরিবার হিসেবে একত্রিত করা এবং একটি ইউনিট হিসেবে খেলা। আমি ঘরোয়া ক্রিকেটে দলকে নেতৃত্ব দিয়েছি। কিন্তু জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া সত্যিকার অর্থেই আলাদা। আমি অবশ্য আত্মবিশ্বাসী যে প্রত্যেকে যদি নিজ নিজ দিক থেকে অবদান রাখে, তাহলে আমার কাজ আরও সহজ হয়ে যাবে।'
সোহানের টি-টোয়েন্টি ক্যারিয়ারের পরিসংখ্যান বেশ হতাশাজনক। এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ১২.৯০ গড়ে তার রান মাত্র ২৭১। সোহানের স্ট্রাইক রেটও গড়পড়তা, ১১১.৯৮। সর্বোচ্চ অপরাজিত ৩০ রানের ইনিংসটি তিনি খেলেছিলেন ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৬ সালে। ফলে ব্যক্তিগত পারফরম্যান্সের উন্নতি ঘটানোর চ্যালেঞ্জ রয়েছে সোহানের সামনে। পাশাপাশি রয়েছে টি-টোয়েন্টিতে দলকে সঠিক পথে ফেরানোর চ্যালেঞ্জও। কারণ, এই সংস্করণে সবশেষ ১২ ম্যাচের মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ।
বাড়তি দায়িত্ব পাওয়া সোহান তার আগের ভূমিকার সঙ্গে ভারসাম্য রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন, 'একজন খেলোয়াড় হিসেবে আমার একটা সুনির্দিষ্ট ভূমিকা আছে এবং আমি যেহেতু দলকে নেতৃত্ব দেব, আমি এই দুইটার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করব।'
Comments