বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি চূড়ান্ত
ওয়েস্ট ইন্ডিজ থেকে এখনও ফেরেনি টাইগাররা। এরমধ্যেই জিম্বাবুয়ে সফরের সূচি চূড়ান্ত হয়ে গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জিম্বাবুয়ে সফরের চূড়ান্ত সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জিম্বাবুয়েতে এবার শুধু সীমিত ওভারের ক্রিকেট খেলবে টাইগাররা। সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ৩০ জুলাই। পরদিন ১ আগস্ট অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। একদিন বিরতির দিয়ে ২ আগস্ট এ সংস্করণের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি দলদুটি।
টি-টোয়েন্টি সিরিজ শেষে ৫ আগস্ট প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। একদিন বিরতি শেষে ৭ আগস্ট দ্বিতীয় ওয়ানডে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। সফরের সবগুলো ম্যাচই হবে হারারেতে।
জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজটি অবশ্য আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। দ্বিপাক্ষিক সিরিজ হিসেবেই মাঠে নামবে দলদুটি। গত বছরও জিম্বাবুয়ে সফর করেছিল টাইগাররা। সেবার টেস্ট ও ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচ হারায় ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।
Comments