হবিগঞ্জে শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
হবিগঞ্জের শাহজিবাজার ৩৩০ কম্বাইন্ড সাইকেল বিদুৎকেন্দ্রে লাগা আগুন প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা শিমুল মোহাম্মদ রাফি দ্য ডেইলি স্টারকে জানান, দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
শাহজিবাজার ৩৩০ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রটি জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে উৎপাদনে যায় কেন্দ্রটি। এখান থেকে প্রতিদিন ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মো. মোতাহার হোসেন জানান, আজ রোববার সকাল ৯টা ৪০ মিনিটে বিদ্যুৎকেন্দ্রের একটি ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আশপাশে থাকা শিল্পকারখানাগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে হবিগঞ্জের শায়েস্তগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকেন। ২ ঘণ্টা চেষ্টার পর দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
Comments