সারাদেশে মহান মে দিবস পালিত
বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও আজ রোববার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মহান মে দিবস পালিত হয়েছে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল 'শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা'।
শ্রমিক-মালিক সুসম্পর্ক নীতি আদর্শ বজায় রেখে কলকারখানায় উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার অঙ্গীকার নিয়ে রাজধানীতে শ্রমিক সংগঠনগুলো কর্মসূচি পালন করেছে।
মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে বাংলাদেশসহ বিশ্বের শ্রমজীবী মানুষদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
দিবসটি পালন উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা, দপ্তর ও বিভিন্ন শ্রমিক সংগঠন রোববার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মানববন্ধনের আয়োজন করে।
দিনটি উপলক্ষে ঢাকার বাইরে সাভারে রানা প্লাজার সামনে পৃথক সমাবেশ করে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।
এছাড়া টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ব্যানারে আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শ্রমিকদের নিরাপদ কর্মস্থল, জীবন-যাপনের জন্য সময় উপযোগী মজুরি নির্ধারণ, ট্রেড ইউনিয়ন অধিকার, শ্রম আদালতে মামলা ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তি ও রেশনিং চালু, পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ২০ হাজার টাকাসহ বিভিন্ন সেক্টরে নিয়োজিত শ্রমিকদের ন্যায্য অধিকারের বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা।
মে দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিক্ষোভ ও শ্রমিক সমাবেশের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মানিকগঞ্জ পৌর কমিটি।
এতে অংশ নেয় মানিকগঞ্জ পৌর হোটেল মালিক ট্রেড ইউনিয়ন সমিতি, পৌর রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নসহ আরো কিছু সংগঠন।
সমাবেশে বক্তারা বলেন, 'প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের ৯৫ ভাগ মানুষ শ্রমিক এবং ৫ ভাগ মালিক। বেশিরভাগ মালিক শোষক এবং বেশিরভাগ শ্রমিক শোষিত। শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ গড়তে হলে প্রাথমিকভাবে সমাজে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। শ্রমিক মেহনতি নাগরিকের জন্য পল্লী রেশনিং চালু করতে হবে। ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে।'
মহান মে দিবস উপলক্ষে বরিশালে বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রম কল্যাণ দপ্তর র্যালি ও আলোচনা সভা করেছে।
রোববার সকালে শ্রম কল্যাণ অধিদপ্তরের একটি র্যালি অশ্বিনী কুমার হলের সামনে থেকে বের হয়ে সার্কিট হাউজে এসে শেষ হয়।
এ ছাড়া বাসদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ইমারত শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও শ্রমিক লীগ জেলা ও মহানগরের উদ্যোগে লাল পতাকা মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। তাদের ওই আত্মদানের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হওয়াকে প্রতি বছর এই দিনে সারা বিশ্বে স্মরণ করা হয়।
Comments