হজ ফ্লাইট শুরু ৩১ মে, ভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা: বিমান প্রতিমন্ত্রী

বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ছবি: সংগৃহীত

বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, এবারের হজ ফ্লাইট ৩১ মে থেকে চালু হবে।

আজ বুধবার তিনি দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, 'উড়োজাহাজের ভাড়া নির্ধারণ করা হয়েছে টিকিট প্রতি ১ লাখ ৪০ হাজার টাকা। উড়োজাহাজের জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে এবার টিকিটের দাম কিছুটা বেশি। তারপরও হজযাত্রীদের জন্য কিছুটা সাশ্রযী মূল্য নির্ধারন করা হয়েছে।'

তিনি আরও জানান, উড়োজাহাজ সংস্থা বিমান ও সৌদিয়া উভয়ই ৩১ হাজার করে যাত্রী পরিবহন করবে।

এ বছর ৭৫টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে বিমান হজ যাত্রীদের পরিবহন করবে।

 

Comments

The Daily Star  | English
lease land for vegetable farming in Bangladesh

Lease land, grow your own veggies, grains

It all began with a surprise addition to lunch -- long bean mash.

17h ago