২ শিশুর শরীরে কেরোসিন ঢেলে আগুন, অভিযুক্ত দুলাভাই গ্রেপ্তার
রাজধানীর আদাবরের একটি বাসায় মিতু আক্তার (৯) ও বাপ্পী (৬) নামে দুই ভাই-বোনের শরীরে কেরোসিন ঢেলে আগুনে ঝলসে দেওয়ার অভিযোগে তাদের দুলাভাই আলাউদ্দিনকে আটক করেছে পুলিশ।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মুজিব আহমেদ পাটওয়ারী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ বুধবার দুপুরে সাভার থেকে তাকে আটক করা হয়েছে। তিনি দুই শিশুর গায়ে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন। শিশু দুটির বোন ইসরাত জাহান মৌ তার দ্বিতীয় স্ত্রী। স্ত্রীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া চলতো। স্ত্রীর ওপর প্রতিশোধ নিতে সে এমনটি করেছে বলে জানিয়েছে।'
আগামীকাল আলাউদ্দিনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে তুলবে পুলিশ।
এদিকে, এই মামলার বাদী মৌয়ের আরেক বোন লাবণী আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত জুলাইয়ে আমার বোন ইসরাত জাহান মৌয়ের সঙ্গে আলাউদ্দিনের বিয়ে হয়। সে তখন তার আগের স্ত্রী ও তিন সন্তানের কথা গোপন করে। বিয়ের পরে এসব কথা জানার পর আমার বোন প্রতারণার কারণে আর তার সঙ্গে সংসার করতে চায়নি। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো।'
তিনি আরও বলেন, 'আগে আলাউদ্দিন আমার বোন মৌকে নিয়ে আলাদা বাসায় থাকতো। এই মাসে সে মৌকে মায়ের বাসায় দিয়ে গেছে। এ নিয়েও আমার বোনের সঙ্গে কলহ ছিল।'
গতকাল মঙ্গলবার সকালে আদাবরের একটি বাসায় দুই শিশুর গায়ে আগুন ধরিয়ে দেন তাদের দুলাভাই আলাউদ্দিন। দগ্ধ মিতু ও বাপ্পীকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, শিশু মিতুর শরীরের ৯৮ শতাংশ এবং বাপ্পীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে। মিতুর অবস্থা আশঙ্কাজনক।
Comments