নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ

টম ল্যাথামকে ফিরিয়ে বাংলাদেশের উল্লাস।

১৩০ রানের বড় লিড নিয়ে বল করতে নেমে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ। সতর্ক শুরুর পর কিউইরা হারিয়েছে টম ল্যাথাম ও ডেভন কনওয়ের উইকেট। 

মঙ্গলবার মাউন্ট মাঙ্গানুই টেস্টে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের পরও দাপট বাংলাদেশেরই। ১৩০ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে চা বিরতি পর্যন্ত ২ উইকেটে ৬৮ রান করেছে স্বাগতিকরা। এখনো বাংলাদেশ থেকে তারা পিছিয়ে ৬২ রানে।  ৩২ রানে ব্যাট করছেন জীবন পাওয়া উইল ইয়ং, ৪ রান নিয়ে তার সঙ্গী অভিজ্ঞ রস টেইলর।

প্রথম সেশনে বাংলাদেশ ৪৫৮ রানে গুটিয়ে যাওয়ার পর নেমে ৩ ওভার খেলেছিল কিউইরা। লাঞ্চের পর মূলত শুরু হয় তাদের লড়াই। নবম ওভারে গিয়ে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। তাসকিন আহমেদের বলে প্লেইড হন হয়ে বিদায় নেন ১৪ রান করা স্বাগতিক অধিনায়ক ল্যাথাম।

এরপর প্রতিরোধ গড়েন ইয়ং-কনওয়ে। দুজনে মিলে হতাশ করতে থাকেন বাংলাদেশকে। তবে হাল না ছেড়ে রান আটকে তাদের উপর চাপ বাড়িয়ে যান বাংলাদেশের বোলাররা। সেই চাপেই এসেছে সাফল্য।

৩৪ রানের জুটির পর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কনওয়ের উইকেট পেয়ে যায় বাংলাদেশ। ইবাদত হোসেনের বলে পরাস্ত হয়েছিলেন কনওয়ে। এলবিডব্লিউর জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। কারণ বল প্যাডে লাগার আগে স্পর্শ করেছিল ব্যাট। সেই বলই স্লিপের দিকে গেলে দারুণ ক্ষিপ্রতায় চোখ ধাঁধানো ক্যাচ হাতে জমান সাদমান। রিভিউ নিয়ে এই উইকেট আদায় করে বাংলাদেশ।

এরপর ইয়ংকেও ফিরিয়ে দেওয়া যেত। মেহেদী হাসান মিরাজের বলে ৩১ রানে থাকা ইয়ংয়ের ক্যাচ পড়ে যায় লিটন দাসের গ্লাভস থেকে। টিকে গেলেও তাকে ভোগাতে থাকেন ইবাদত। দারুণ এক স্পেলে কিউইদের কাঁপিয়ে দেন তিনি। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে দ্রুত আটকে দিতে পারলে ম্যাচ জেতারও সম্ভাবনা আছে মুমিনুল হকের দলের।

এর আগে আগের দিনের ৬ উইকেটে ৪০১ রান নিয়ে নেমে ইয়াসির আলি রাব্বির সঙ্গে জুটি জমিয়ে তুলেছিলেন মিরাজ। প্রথম সেশনের বেশিরভাগ সময় ক্রিজে থাকলেও হুট করেই নামে ধস। ৪৭ করা মিরাজের বিদায়ে ভাঙ্গে সপ্তম উইকেটে ৭৫ রানের জুটি। সঙ্গীর বিদায়ে আস্থার সঙ্গে খেলতে থাকা ইয়াসিরও ২৬ রান করে থামান দৌড়। এরপর দ্রুত বাংলাদেশের টেল ছেঁটে ফেলেন ট্রেন্ট বোল্ট-টিম সাউদিরা। 

Comments

The Daily Star  | English

Protect our embassies, staff in India: Dhaka tells New Delhi

Condemns violent protests outside its Deputy High Commission in Kolkata

12m ago