১৩০ রানের লিড নিয়ে থামল বাংলাদেশ
চতুর্থ দিন লিডটা ১৫০ পর্যন্ত নিতে চেয়েছিল বাংলাদেশ। সেটা শেষ পর্যন্ত হয়নি। তবে এদিন আরও ২০ ওভার ব্যাট করে বেশ বড়সড় একটা লিড ঠিকই পেয়ে গেছে মুমিনুল হকের দল।
মঙ্গলবার মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনেই শেষ ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। যোগ করতে পেরেছে আরও ৫৭ রান। ১৭৬.২ ওভার নিউজিল্যান্ডকে ফিল্ডিংয়ে রেখে করেছে ৪৫৮ রান। জবাবে লাঞ্চের আগে ব্যাট করতে নেমে ৩ ওভারে কোন উইকেট না হারিয়ে ১০ রান করেছে কিউইরা।
৪ উইকেটে ৪০১ রান নিয়ে নেমে দিনের শুরুতেই ফিরতে পারতেন মেহেদী হাসান মিরাজ। আম্পায়ার আউট দিলেও দুবারই রিভিউ নিয়ে বাঁচেন তিনি। বাঁহাতি স্পিনার রাচিন রবীন্দ্রের বলে সুইপ করতে গিয়ে ব্যাটে নিতে পারেননি। এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। পরে রিভিউতে দেখা যায় বল প্যাড স্পর্শ করার আগে লেগেছে মিরাজের গ্লাভসে।
New Zealand clean up the tail!
Shoriful Islam is claimed by Trent Boult and the tourists are bowled out for 458!
Watch #NZvBAN on https://t.co/WngPr0Ns1J in selected regions! #WTC23 pic.twitter.com/rJHywuTrZT
— ICC (@ICC) January 3, 2022
খানিক পর নেইল ওয়েগনারের বলেও আম্পায়ার তাকে আউট দিয়েছিলেন। এবার রিভিউতে দেখা যায় বল প্যাডে লাগার আগে লেগেছে মিরাজের ব্যাটে।
বেঁচে গিয়ে দারুণ খেলেছেন তিনি। মেরেছেন চোখ ধাঁধানো কিছু বাউন্ডারি। আরেক পাশে ইয়াসির আলি চৌধুরী রাব্বি ছিল সাবলীল, খেলছিলেন সতর্ক পথে। জমে উঠছিল জুটি। প্রথম সেশন পুরোটা পার করে দেওয়ার পথেই ছিলেন তারা। ফিফটির কাছে গিয়ে হঠাৎ ছন্দপতন।
লম্বা স্পেলে বল করেও উইকেটবিহীন ছিলেন টিম সাউদি। ভারতে ঠিক আগের টেস্টেও উইকেট না পাওয়া সাউদি হতাশা অবশেষে থামান মিরাজ। অনেক বাইরের বল তাড়া করে ক্যাচ দেন উইকেটের পেছনে। ৮৮ বলে ৮ চারে ৪৭ রান করে থামেন তিনি।
তাসকিন আহমেদ জুতসই ব্যাট চালাতে পারায় বাংলাদেশের ইনিংস প্রথম সেশন পার করে দেওয়ার আশায় ছিল। ইয়াসির সলিড ডিফেন্সে দিচ্ছিলেন ভরসা। কিন্তু হুট করে ক্যাজুয়াল এক শটে ফেরেন ইয়াসিরও। কাইল জেমিসনের লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে ব্যাট লাগিয়ে ক্যাচ দেন কিপারের গ্লাভসে। ৮৫ বল সামলে ইয়াসির করেন ২৬ রান। ইয়াসিরের বিদায়ের পর আর দেরি হয়নি। বোল্ট-সাউদি বাকি দুই উইকেট তুলে নেন দ্রুত।
সংক্ষিপ্ত স্কোর
(চতুর্থ দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩২৮
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৭৬.২ ৪৫৮ (সাদমান ২২, জয় ৭৮, শান্ত ৬৪, মুমিনুল ৮৮ মুশফিক ১২, লিটন ৮৬, ইয়াসির ২৬ , মিরাজ ৪৭, তাসকিন ৫, শরিফুল ৭, ইবাদত ০* ; সাউদি ২/১১৪, বোল্ট ৪/৮৫, জেমিসন ১/৭৮, ওয়েগনার ৩/১০১, রবীন্দ্র ০/৬৭)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৩ ওভারে ১০/০ (ল্যাথাম ১০*, ইয়ং ০* ; তাসকিন ০/৩, শরিফুল ০/৭, মিরাজ ০/০)
Comments