বৃষ্টির কবলে প্রস্তুতি ম্যাচ, বল হাতে উজ্জ্বল রাহী-তাসকিন
বৃষ্টির কারণে নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষ করতে পারেনি বাংলাদেশ। তবে যতটুকু খেলা হয়েছে, তাতে খারাপ হয়নি টাইগার পেসারদের প্রস্তুতি। গোটা দিনে খেলা হয়েছে মাত্র ২৭.৩ ওভার। দারুণ বোলিং করেছেন দুই পেসার আবু জায়েদ রাহী ও তাসকিন আহমেদ।
মঙ্গলবার তাওরাঙ্গার মাউন্ট মঙ্গানুইয়ে দুই দিনের ম্যাচটি শুরুর আগেই বৃষ্টির বাধার মুখে পড়ে। মাঠ অনুপযুক্ত থাকায় টস অনুষ্ঠিত হতে দেরি হয়। শেষ পর্যন্ত টস অনুষ্ঠিত হলে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
বল হাতে নিয়ে শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন রাহী ও তাসকিন। ফলে শুরুতেই বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড একাদশ। দলীয় ৮ রানেই ৩ উইকেট হারিয়ে বসে দলটি। ইনিংসের ষষ্ঠ ওভারে তিন বলের ব্যবধানে লুক জর্জসন ও অধিনায়ক ডেভন কনওয়েকে ফেরান রাহী। পরের ওভারে জ্যাকব কামিংকে আউট করেন তাসকিন।
এরপর কিউইরা স্কোরবোর্ডে ৫ রান যোগ হতে ফের বৃষ্টি নামে। তখন দেওয়া হয় লাঞ্চ বিরতি। বিরতির পর জ্যাক বয়েলেকে ফিরিয়ে ৩০ রানের জুটি ভাঙেন তাসকিন। স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে ফের বৃষ্টি নামে। তখন স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৫৮ রান। কিছুক্ষণ পর শুরু হলেও মাত্র একটি বল গড়ানোর পর আবার নামে বৃষ্টি।
কিছুক্ষণ বৃষ্টির পর আবারও খেলা শুরু হয়। এ দফায় খেলা হয় মাত্র ৩ ওভার। এ সময়ে মিচ রেনউইককে উইকেটরক্ষকের তালুবন্দি করে ফেরান রাহী। সবমিলিয়ে ২৭.৩ ওভারে নিউজিল্যান্ড একাদশের রান যখন ৫ উইকেটে ৭১, তখনই আরেক দফা নামে বৃষ্টি। এরপর আর দিনের খেলা অনুষ্ঠিত হতে পারেনি।
বাংলাদেশের দুই পেসার আবু জায়েদ ও তাসকিন ভাগাভাগি করে নেন ৫ উইকেট। রাহী ৯ ওভারে ২৭ রান খরচায় ৩ উইকেট পান। তাসকিন ৮.৩ ওভারে ২৬ রানের বিনিময়ে নেন ২ উইকেট। এছাড়া, অন্য দুই পেসার শরীফুল ইসলাম ও শহীদুল ইসলাম ৫ ওভার করে বোলিং করলেও উইকেট পাননি।
নিউজিল্যান্ড একাদশের হয়ে বয়েল ২০ ও রেনউইক ১৮ রান করেন। জ্যাকব বুলা ২১ ও মারা অ্যাভে ৪ রানে অপরাজিত আছেন।
Comments