বাজেটের বাইরের মানুষের ঘরের বাজেট
করোনা মহামারির মধ্যে ঘোষিত হয়েছে সরকারের দ্বিতীয় বাজেট। নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে এক লাখ সাত হাজার ৬১৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু, নতুন গরিব হয়েছেন যারা, সেসব মানুষদের জন্য সেখানে দৃশ্যমান কোনো বরাদ্দ রাখা হয়নি।
বেসরকারি হিসেবে প্রায় সাড়ে ছয় কোটি মানুষ এখন নিম্ন-মধ্যবিত্ত জীবন যাপন করছেন। যাদের একটি বড় অংশ মহামারিকালে এ অবস্থায় পড়েছেন। চাকরি ছাঁটাই, বেতন কমে যাওয়া, সঞ্চয় ভেঙে খাওয়া ও সচ্ছলতা কী তা ভুলতে বসা এসব মানুষের সম্বল বলতে তাদের আত্মসম্মানবোধ। এই জনগোষ্ঠীর বেঁচে থাকার অসহায় লড়াই থেকে যাচ্ছে সরকার এবং সমাজের চোখের আড়ালেই।
আহমেদ মুন্নি বাজেটের বাইরে থাকা ভাগ্য বিড়ম্বিত মানুষদের প্রতিচ্ছবি। স্টার মাল্টিমিডিয়াকে তিনি জানিয়েছেন ঘরের বাজেটের আখ্যান। তাকে নিয়ে এই আয়োজন।
Comments