গাবতলী গরুর হাটে বিক্রির অপেক্ষায় উট
রাজধানীর গাবতলী গরুর হাটে এবার একটি বড় উট কুরবানির জন্য বিক্রি করতে আনা হয়েছে।
উটের মালিক আমজাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি ১৫ লাখ টাকা দাম চাচ্ছি। তবে প্রতিদিনই ক্রেতা আসলেও দাম দশ লাখ টাকার নিচে বলছেন।’
জানান, বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে ২০১৭ সালে তিনি নয়টি উট কিনে সেগুলোকে লালন-পালন করে পরের বছর চারটি উট গাবতলীতে বিক্রি করেন।
তিনি ২০১৯ সালে তিনটি উট বিক্রি করার পর একটি উট মারা যাওয়ায় এখন তার কাছে একটি উট আছে।
বর্তমানে এই উটের বয়স ছয় বছর। উটগুলো পাকিস্তান থেকে ভারত হয়ে বাংলাদেশে আনা হয়েছিল। সে সময় তিনি উটগুলো অনেক দামে কিনেছিলেন বললেও ব্যবসায়িক কারণে সেগুলোর দাম বলেনি।
‘এই উটটির গোশত হবে প্রায় ১৫ মণ হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিদিন উটের জন্যে ৫০০ টাকার খাবার লাগে। বুট, ভুষি ও ঘাস খাওয়াচ্ছি।’
উট মালিক আমজাদ হোসেনের বাড়ি গাবতলী গরুর হাটের পাশেই। তিনি জানান, ২০১৭ সালের পরে তারা অনেক চেষ্টা করেও আর কোনো উট আমদানি করতে পারেননি। পাকিস্তান ও ভারতে উটের দাম অনেক কম। সেখান থেকে উট আমদানি করতে পারলে পাঁচ-ছয় লাখের মধ্যে তারা বিক্রি করতে পারবেন।
Comments