রাজধানীতে ‘সীমিত আকারে’ গণপরিবহন চালু

যাত্রী ওঠানো এবং নামানোর সময় তাদের শরীরে স্প্রে করা হচ্ছে। ছবি: স্টার

দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর অর্ধেক আসন খালি রাখার শর্তে আজ সোমবার থেকে ‘সীমিত আকারে’ চালু হয়েছে নগর পরিবহন। আসন খালি রাখার জন্য বাড়তি ভাড়া আদায়ের সুযোগও পাচ্ছে তারা।

সকাল থেকে রাজধানীর বেশ কিছু এলাকা ঘুরে দেখা যায়, দীর্ঘ দিন অব্যবহৃত থাকা বাসগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেই চালানো হচ্ছে। জীবাণুনাশক ছিটাতেও দেখা গেছে কিছু বাসে।

পল্লবী থেকে সদরঘাট পর্যন্ত যাত্রী পরিবহন করা বিহঙ্গ পরিবহনের সহকারী জাকির হোসেন বলেন, ‘গতকাল গাড়ি ধুয়ে-মুছে রাখা হয়েছে। আজ সকালে রাস্তায় নামানোর আগে জীবাণুনাশক স্প্রে করে তারপর নামিয়েছি।’

জাকির হোসেন জানান, নিয়মিত সময়ের মত ভোর থেকেই সার্ভিস শুরু করলেও বেলা ১১টা পর্যন্ত আশানুরূপ যাত্রীর দেখা পাননি তারা। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে যাত্রী বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। তাদের ৪৫ সিটের বাসটিতে ২৩ জন যাত্রী ওঠানোর অনুমতি রয়েছে।

তিনি বলেন, ‘সকালে পল্লবী থেকে সদরঘাট যাওয়ার সময় ১৬-১৭ জন যাত্রী নিয়ে গেছি। বেলা বাড়লে যাত্রীও হয়তো বাড়বে।’

স্বাস্থ্যবিধি মেনে চলার প্রায় সব ব্যবস্থাই ছিল বাসটিতে। বাসের চালক ও সহকারীকে দেখা যায় গ্লাভস ও মাস্ক পরিহিত অবস্থায়। বেশিরভাগ বাসেই ছিল এমন চিত্র।

আট থেকে দশটি বাস ঘুরে দেখা যায়, সেগুলোতে জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা রয়েছে। যাত্রী ওঠানো এবং নামানোর সময় তাদের শরীরে স্প্রে করা হচ্ছে।

গাড়ি চালানোর শর্তের মধ্যে অন্যতম একটি ছিল যেখানে-সেখানে থামিয়ে যাত্রী ওঠা-নামা করানো যাবে না। কিন্তু, বেলা ১১টা পর্যন্ত এই নিয়ম মানতে দেখা যায়নি কোনো বাসকেই।

জানতে চাইলে সহকারীদের সবারই ভাষ্য ছিল প্রায় একই। তারা জানায়, যাত্রী সংখ্যা কম থাকার কারণেই এমনটি করছেন তারা। অনুমোদিত সংখ্যক যাত্রী পেয়ে গেলে তারা আর এভাবে দাঁড়াবেন না।

যাত্রী সংখ্যা কম থাকায় বিভিন্ন বাসস্ট্যান্ডে দেখা যায় অপেক্ষমাণ বাসের দীর্ঘ সারি।

পল্লবী থেকে সদরঘাট পর্যন্ত বিহঙ্গ পরিবহন নিয়মিত সময়ে ভাড়া নিয়ে থাকে ৩০ টাকা। এখন তারা ভাড়া নিচ্ছে ৪৮ টাকা।

শিকড় পরিবহনের একটি বাসের চালক জানান, তারা মিরপুর থেকে ফার্মগেটের ভাড়া ১৫ টাকার বদলে ২৫ টাকা এবং যাত্রাবাড়ীর ভাড়া ৩০ টাকার বদলে ৪৬ টাকা রাখছেন।

বিহঙ্গ পরিবহনের জাকির হোসেন বলেন, ‘বাসের ভাড়া বাড়ার বিষয়ে অনেকেই জানেন না। যার কারণে ভাড়া নিয়ে ঝগড়া করছেন অনেকে।’

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৫ মার্চ থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ ছিল। আজ থেকে আবার তা চালু হচ্ছে। তবে সরকারি ঘোষণা অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে ‘সীমিত আকারে’ চলবে এ কার্যক্রম।

Comments

The Daily Star  | English

Daily Star’s photo exhibition ‘36 Days of July -- Saluting The Bravehearts’ begins

The event began with a one-minute silence to honour the students and people, who fought against fascism

6h ago