অবসর নিয়ে কি ভাবছেন মাশরাফি?
ঘরের মাঠে কি নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা? বেশ কিছুদিন থেকেই এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে। আর এ প্রশ্ন বেশ কয়েকবার করা হয়েছে মাশরাফিকেও। বরাবরই দ্বিধার মধ্যে রেখেছিলেন তিনি। উইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচ শেষে জানতে চাওয়া হলো আরও একবার। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলেই এ সিদ্ধান্ত নিবেন বলেই জানালেন অধিনায়ক। আর এ নিয়ে বিভ্রান্ত না হতেও অনুরোধ করেন তিনি।
উইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগ থেকেই বারংবার একই প্রশ্নের মুখোমুখি হওয়ায় এদিন কিছুটা খোলাসা করেই বললেন মাশরাফি, ‘মনের কথাই বলেছি যে কখনও এত গভীরভাবে ভাবিনি। কারণ সামনে আরও চ্যালেঞ্জ আছে। সেসব নেওয়ার জন্য আরও প্রস্তুত হতে চাই। বিশ্বকাপের পর কি করব, সেটা বিশ্বকাপের শেষ ম্যাচ খেলার পর ঠিক করব। যদি মনে হয় খেলব না, হয়তো ঘরে এসে বলব। আর যদি মনে হয়, পারছি খেলতে, এসে বিবেচনা করে আপনাদের জানাব। আপনারা বিভ্রান্ত হইয়েন না। ’
২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ দলে ছিলেন না মাশরাফি। ইনজুরি থেকে দারুণ ছন্দ নিয়ে ফিরেও দলে সুযোগ পাওয়ায় এটাকেই ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ বলেছেন অনেকবারই। নিজের ক্যারিয়ারের ইতি তখনই দেখেছিলেন তিনি। তখন থেকে ভাবনাটাও বদলায়নি অধিনায়কের, ‘সত্যি বলতে, ২০১১ থেকে প্রতি ম্যাচ খেলার সময়ই আমার মনে হয় যে আল্লাহ না করুক যদি আবার হাঁটুতে লেগে যায়, যেটা আগেও হুট করে হয়েছে, ২০১১ থেকেই এরকমই মনে হয়।’
আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লিগের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন মাশরাফি। আর এ কারণেই অনেকেই তার শেষ দেখে ফেলেছেন। তবে শেষ পর্যন্ত কি হবে সেটা তাই ছেড়ে দিলেন অদৃষ্টের হাতেই, ‘আমি সবসময়ই বিশ্বাস করি, মানুষের জীবনে যা ঘটে, সেটা কারও নিয়ন্ত্রণে থাকে না। যেটি ঘটার, সেটি ঘটবেই। জন্মের পর থেকে সবার লিখিত থাকে। যে সিদ্ধান্তই নিন, সেসব আপনার পক্ষে আসবে বা বিপক্ষে, সেটার নিয়ন্ত্রণ আপনার থাকে না। আমি কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে যে পরিকল্পনা ছিল, সেটিতেই ছিলাম। আজকের পর হয়তো অন্যকিছু চিন্তা করতে পারি। আজকে পর্যন্ত পুরো মনোযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই।’
কদিন আগেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছিলেন বিশ্বকাপের আগে কোন কিছুতেই আপোষ করতে চান না মাশরাফি। আর তাই খেলা ছাড়া অন্য কোন কিছু নিয়ে ভাবতেও চান না তিনি। বিশ্বকাপ শেষে দেশে ফিরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন অধিনায়ক।
Comments