‘ফেক নিউজে বিভ্রান্ত হবেন না’ রওশনের চেয়ারম্যান হওয়া প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব

মো. মুজিবুল হক চুন্নু। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ৩ দিনের ভারত সফরের মধ্যেই রওশন এরশাদের নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করার বিষয়টিকে 'ফেক নিউজ' বলে দাবি করেছেন দলটির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু।

আজ মঙ্গলবার দুপুরে দ্য ডেইলি স্টারকে এ কথা বলেন তিনি।

এ ছাড়া, জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি উল্ল্যেখ করা হয়েছে।

মো. মুজিবুল হক চুন্নু বলেন, 'গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নিউজ এসেছে যে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটি একটি ফেক নিউজ। জাতীয় পার্টির যে কয়জন কো-চেয়ারম্যানের নাম ব্যবহার করে নিউজটি করা হয়েছে, তাদের প্রত্যেকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা জানিয়েছেন, এমন কোনো সিদ্ধান্তে তারা সহায়তা করেননি এবং সই করেননি।'

তিনি আরও বলেন, 'গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছে করলেই চেয়ারম্যানকে অব্যাহতি দিতে পারেন না। গঠনতন্ত্রের বাইরে কেউই কিছু করতে পারবেন না। জাতীয় পার্টির নেতাকর্মীরা গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন। জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত কিছু ব্যক্তি ম্যাডামের নাম ব্যবহার করে এমন একটি ফেক নিউজ দিয়েছে। এমন কোনো ঘটনা ঘটেনি এবং এমন ঘটনার সুযোগ নেই।'

'ফেক নিউজে' বিভ্রান্ত না হতেও সবার প্রতি আহ্বান জানিয়েছেন চুন্নু।

 

Comments

The Daily Star  | English

10 die of dengue

886 hospitalised in the last 24 hours

1h ago