গোপালগঞ্জে এনসিপির ওপর হামলাকারীদের ছাড় নয়: অন্তর্বর্তী সরকার

গোপালগঞ্জ শহরে এনসিপির সমাবেশে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশে হামলার ঘটনায় অভিযুক্তদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ বুধবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, 'গোপালগঞ্জে আজ যে সহিংসতা হয়েছে, তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে তরুণ এই নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা দেওয়া তাদের মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। এনসিপি সদস্য, পুলিশ ও গণমাধ্যমের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং সহিংস আক্রমণ করা হয়েছে।'

'এই হামলার ঘটনায় অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীরা ছাড় পাবে না। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই।'

এতে আরও বলা হয়, 'তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় আমরা সেনাবাহিনী ও পুলিশের এবং হুমকি সত্ত্বেও সমাবেশ চালিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের সাহসিকতার প্রশংসা করি।'

'এই বর্বরতার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে। স্পষ্টতই আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই। ন্যায়বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে এবং থাকবে।'

Comments

The Daily Star  | English
July uprising

July uprising and the rise of collective power

Through this movement, the people of Bangladesh expressed their protest using a language shaped by long-standing discontent.

12h ago