সড়ক দুর্ঘটনায় ৪ জেলায় নিহত ৮

সড়ক দুর্ঘটনা
স্টার অনলাইন গ্রাফিক্স

শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ৪ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

কুড়িগ্রামে পৃথক দুটি দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহার এলাকায় গাড়ির ধাক্কায় ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

শনিবার সকাল ৭টায় ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজারের কাছে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

এদিকে জয়পুরহাটের গুলশান এলাকায় শনিবার বিকেলে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।

 

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ত্রিমোহিনী এলাকায় অটোরিকশায় বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। তারা হলেন- আব্দুল মান্নান (৪৪) ও বিপ্লব মিয়া (৩৬)। এ ঘটনায় আরও ৪ জন আহত হন।'

একই জেলার ফুলবাড়ী উপজেলার গাবেরতল এলাকায় বালু বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে চালকের সহকারী শরিফুল ইসলাম (১৮) নিহত হয়েছেন বলে জানান তিনি।

সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক জানান, শনিবার দুপুর ১টায় সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহার এলাকায় একটি গাড়ির ধাক্কায় ১ জন নিহত ও অপর ১ জন আহত হয়েছেন। নিহতের নাম আসাদুল ও আহতের নাম ইব্রাহিম বলে জানান তিনি।

পাশাপাশি শুক্রবার রাতে সাভারে লেগুনা ও মিনিবাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।

সাভার মডেল থানার ওসি দেপক চন্দ্র সাহা জানান, সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজু আহমেদ (২৪) মারা যান। এর আগে এ ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

এদিকে ফেনীর মহিপাল থানার ওসি কামাল হোসেন জানান, ফেনীতে শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজারের কাছে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

তিনি বলেন, 'নিহতের মধ্যে একজন, জান্নাতুল (৩৫) তার পরিবারসহ ঢাকা বিমানবন্দর থেকে তার কুয়েত ফেরত স্বামীকে নিয়ে ফেনীতে ফিরছিলেন। অপর নিহত ইমাম হোসেন (২৫) মাইক্রোবাসটি চালাচ্ছিলেন।'

জয়পুরহাট কোতোয়ালি থানার ওসি সিরাজুল ইসলাম জানান, জয়পুরহাটের গুলশান এলাকায় বিকেলে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত সঞ্জিত হোসেন আলিফকে (১৯) স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Tk 1964cr defaulted loan: Janata Bank files case against S Alam Group

This is the first time the bank filed a case to recover a loan from S Alam

28m ago