সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা নিয়ে মনিরুজ্জামান উজ্জ্বলের ‘যাপিত জীবনের গল্প’

মনিরুজ্জামান উজ্জ্বল

প্রকাশিত হয়েছে সাংবাদিক মনিরুজ্জামান উজ্জ্বলের লেখা প্রথম বই 'যাপিত জীবনের গল্প।' বইটিতে স্থান পেয়েছে তার দুই যুগের সাংবাদিকতা জীবনের নানা অপ্রকাশিত অভিজ্ঞতার কথা।

সাংবাদিকতা পেশার সুখ-দুঃখ হাসি-কান্না, প্রিয়-অপ্রিয় এবং বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি গ্রাম ও শহরে জীবনের নানা বাস্তব ঘটনার কথা উঠে এসেছে এই বইয়ে।

অধুনালুপ্ত দৈনিক বাংলার বাণীর মাধ্যমে মনিরুজ্জামান উজ্জ্বলের সাংবাদিকতার পথচলা শুরু। পরবর্তীতে দেশের শীর্ষস্থানীয় দুটি জাতীয় দৈনিকের রিপোর্টিং বিভাগে এক যুগেরও বেশি সময় কেটেছে তার। কাজ করেছেন আরও একটি ইংরেজি দৈনিকে। বর্তমানে তিনি অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ ২৪ ডটকমে প্ল্যানিং এডিটর হিসেবে কাজ করছেন।

বইটির বিষয়বস্তু সম্পর্কে মনিরুজ্জামান উজ্জ্বল বলেন, বিগত দুই যুগের বেশি সময় তিনি সাংবাদিকতা পেশায় মাঠ পর্যায়ের রিপোর্টার ছিলেন। দেশের প্রথিতযশা বেশ কয়েকজন সম্পাদকদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে তার। তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে একজন রিপোর্টারকে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে যেতে হয়। তবে নানা কারণে সব ঘটনা পত্রিকায় প্রকাশিত হয় না।

সেসব অজানা ঘটনা পাঠকের কাছে সবিস্তার তুলে ধরতেই তার এই প্রয়াস।

তিনি আরও বলেন, নতুন যারা সাংবাদিকতা পেশায় আসছেন তারা 'যাপিত জীবনের গল্প' থেকে অনেক অজানা তথ্য জানতে পারবেন। বইটির প্রথম খণ্ডে স্থান পেয়েছে ৩৪টি উল্লেখযোগ্য ঘটনা।

'যাপিত জীবনের গল্প' প্রকাশ করেছে ঝুমঝুমি প্রকাশন থেকে। প্রচ্ছদ এঁকেছেন মামুন হোসাইন।

Comments

The Daily Star  | English

Dhaka condemns desecration of national flag in Kolkata

Condemns violent protests outside its Deputy High Commission in Kolkata

52m ago