‘ছেড়ে গেছে পুতুল-পুঁতির মালা, ছেড়ে গেছে মায়ের কোলের দাবি’
সত্যেন্দ্রনাথ দত্ত তার 'ছিন্নমুকুল' কবিতায় পরিবারের সবচেয়ে ছোট সদস্যের মৃত্যুতে তীব্র শোকের যে মর্মস্পর্শী ছবি এঁকেছিলেন, তা আজও সবাইকে স্পর্শ করে।
ছন্দে ছন্দে লেখা সেই শোকগাঁথায় 'দিনের আলো আঁধার করে' চলে যাওয়া সেই শিশুটিকে মনে করে ছন্দের জাদুকর লিখেছিলেন, 'ছেড়ে গেছে পুতুল, পুঁতির মালা,/ছেড়ে গেছে মায়ের কোলের দাবি;/ভয়-তরাসে ছিল যে সব-চেয়ে/সেই খুলেছে আঁধার ঘরের চাবি।'
মায়ের কোলের দাবি আর দাদির বুকের ওম ছেড়ে ডেঙ্গুতে আক্রান্ত ৮ বছরের আয়াতও চলে গেছে 'সকল শূন্য করে'। গতকাল শুক্রবার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আয়াতের মাও তখন একই হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
আদরের নাতির এমন অকালমৃত্যু মানতে পারছিলেন না আয়াতের দাদি। ছোট শিশুটির মরদেহ সামনে রেখে সমানে কেঁদে চলছিলেন তিনি। তখন তার এই শোক ছুঁয়ে যায় আশপাশের সবাইকে।
ডেঙ্গুর প্রবল প্রকোপের মধ্যে নিয়মিত হয়ে ওঠা এমন দৃশ্যটি ফ্রেমবন্দি করেছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক আনিসুর রহমান।
Comments