২৪ ঘণ্টায় ৮০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ঢাকার বাইরে ২৬ জনসহ প্রায় ২০২ জন ডেঙ্গু রোগী এখনো চিকিৎসাধীন রয়েছেন।
স্টার ফাইল ফটো

সারা দেশে আজ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত ৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৭ জন ঢাকার বাইরে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন এই ৮০ জনসহ এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭০৪ জনে, যার মধ্যে ৫৮৫ জন ঢাকার বাইরের।

ঢাকার বাইরে ২৬ জনসহ প্রায় ২০২ জন ডেঙ্গু রোগী এখনো চিকিৎসাধীন রয়েছেন।

এ বছর এখন পর্যন্ত মোট ১৩ জন ডেঙ্গু রোগী মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত বছর ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

 

Comments