মাইলস্টোন ট্র্যাজেডি: আজ বন্ধ দেশের সব সিনেমা হল ও মাল্টিপ্লেক্স

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে আজ মঙ্গলবার সারা দেশের সব সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি।
সংগঠনটির সম্পাদক আওলাদ হোসেন সোমবার রাতে এক লিখিত বিবৃতিতে এই অনুরোধ জানান।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভ কামনা করছি।
সিনেমা হল বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, 'রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সঙ্গে একাত্মতা ও সহমর্মিতা প্রকাশ করে দেশের সব সিনেমা হলের সব প্রদর্শনী মঙ্গলবার বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি।'
স্টার সিনেপ্লেক্স এক বার্তায় জানিয়েছে, জাতীয় শোক পালনের অংশ হিসেবে স্টার সিনেপ্লেক্স ২২ জুলাই সিনেমা প্রদর্শনীসহ সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।'
Comments