সবাই জানতে চাচ্ছে 'ময়না' কবে আসবে: কোনাল

সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল | ছবি: স্টার

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল নতুন গান 'ময়না' নিয়ে আসছেন।

গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। এছাড়া, ভিডিও নির্মাণে আছেন তানিম রহমান অংশু।

সম্প্রতি বিএফডিসিতে 'ময়না' গানটির ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। গানটির ভিডিওতে অংশ নিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি।

এর আগে সিনেমায় কোনালের গাওয়া 'মিস বুবলী', 'তুমি আমার জীবন', 'আগুন লাগাইলো', 'সুরমা সুরমা', 'মেঘের নৌকা' গানগুলোতে পারফর্ম করেছিলেন বুবলি।

সিনেমার বাইরে এবার ড্যান্স মুডের নতুন গানে একসঙ্গে আসছেন।

গানটি প্রসঙ্গে কোনাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'গানের গীতিকার আসিফ ইকবাল ভাই রোজার ঈদের পরপরই গানটি শুনিয়ে বললেন, গানটা শোন, তোকে গাইতে হবে। শুনে দেখলাম গানটার কথা ও সুর সুন্দর এবং চমৎকার রিদম।'

'প্রিয়তমা', 'রাজকুমার' 'মেঘের নৌকা' গানের পর তার সঙ্গে সিনেমার বাইরে একটি সুন্দর কাজ হবে। নাচের রিদম, ক্যাচি সুর, সহজ ও সুন্দর কথা গানটিকে আলাদা করবে।

'বুবলি আমার গাওয়া বেশ কয়েকটি সিনেমার গানে পর্দায় ঠোঁট মিলালেও, তার বাইরে আমার গাওয়া গানের ভিডিওতে মডেল হলেন। এই গানে আমার সহশিল্পী নিলয়, একসঙ্গে আমাদের গাওয়া প্রথম গান এটি,' বলেন তিনি।

কোনাল আরও বলেন, 'নির্মাতা অংশু ভাই একজন পারফেকশনিস্ট। তার পরিচালনায়, খালেদের কোরিওগ্রাফিতে বুবলি, শরাফ আহমেদ জীবন ভাইসহ সবাই দারুণ একটা কাজ করেছেন। সব মিলিয়ে ময়না হয়তো একটু আলাদাই, সবাই এখন জানতে চাচ্ছে গানটি কবে আসবে।'

চলতি মাসেই ইউটিউব চ্যানেল গানচিল থেকে গানটি প্রকাশিত হবে।

Comments

The Daily Star  | English

Jamaat chief collapses twice, continues to speak

He continued addressing the rally while seated on the stage

52m ago