প্রথমবারের মতো মাসিক রপ্তানি আয় ৫০০ কোটি ডলার ছাড়াল
পণ্য রপ্তানি খাতে প্রথমবারের মতো বাংলাদেশের আয় ৫০০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে। নভেম্বরের এই অর্জন বৈদেশিক মুদ্রার সংকটে থাকা অর্থনীতির জন্য খুবই ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
এমন এক সময় এই অর্জন এলো, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতিতে মন্দা পরিস্থিতি চলছে। এর পাশাপাশি বৈশ্বিক উৎপাদনকারীরা উন্নত দেশগুলোতে উচ্চ মূল্যস্ফীতি ও করোনাভাইরাস মহামারির দীর্ঘায়িত প্রভাবের ঝুঁকি নিয়েও সতর্ক করেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত মাসে রপ্তানিকারকরা ৫০৯ কোটি ডলার আয় করেছেন, যেটি এক মাসে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড গড়েছে। এটি গত বছরের নভেম্বরের তুলনায় ২৬ দশমিক ০১ শতাংশ বেশি।
তবে ইপিবি এখনো নভেম্বরের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি।
এর আগে, চলতি বছরের জুনে সর্বোচ্চ ৪৯০ কোটি ৮০ লাখ ডলার আয় হয়েছিল।
এই আয় বাংলাদেশের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। উচ্চ আমদানি বিলের কারণে বেশ কয়েক মাস ধরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপের মুখে রয়েছে।
ইপিবির তথ্য অনুযায়ী, জুলাই থেকে নভেম্বরে গত বছরের তুলনায় ১০ দশমিক ৮৯ শতাংশ রপ্তানি আয় বেড়েছে, যা টাকার অঙ্কে ২ হাজার ১৯৪ কোটি ডলার।
বাংলাদেশ প্রাথমিক পর্যায়ের তৈরি পোশাকের শীর্ষ সরবরাহকারী দেশ এবং বিশ্বের অনেক দেশে দৈনন্দিন জীবন যাপনের খরচ বেড়ে যাওয়ায় ভোক্তাদের মাঝে বাংলাদেশি পণ্যের চাহিদা বেড়েছে।
সংক্ষেপিত: ইংরেজিতে মূল প্রতিবেদনটি পড়তে ক্লিক করুন এই লিংকে Monthly export receipts go past $5b for first time
অনুবাদ করেছেন মোহাম্মদ ইশতিয়াক খান
Comments