চলচ্চিত্র সমিতির নবনির্বাচিত শিল্পীদের শপথ গ্রহণ

বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নবনির্বাচিত শিল্পীরা শপথ নিয়েছেন আজ। সমিতির সভাপতি পদে নির্বাচিত মিশা সওদাগরকে শপথ বাক্য পাঠ করান চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর।
Oath
আজ বিকেলে চলচ্চিত্র উন্নয়ন সংস্থার জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নবনির্বাচিত শিল্পীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: স্টার

বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নবনির্বাচিত শিল্পীরা শপথ নিয়েছেন আজ। সমিতির সভাপতি পদে নির্বাচিত মিশা সওদাগরকে শপথ বাক্য পাঠ করান চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর।

এরপর, মিশা সওদাগর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত জায়েদ খানসহ অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান। চিত্র তারকা রোজিনা, অঞ্জনা, রিয়াজ, পপি, পূর্ণিমা, নাসরিন, নাদির খান, আরমান, সুব্রত প্রমুখ এই অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন।

আজ বিকেলে চলচ্চিত্র উন্নয়ন সংস্থার জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে, সমিতির সদ্য অনুষ্ঠিত নির্বাচনের ফল উচ্চ আদালতের নির্দেশে স্থগিত করা হয়। একইসঙ্গে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর বলেন, “নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের বিষয় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তবে শপথ গ্রহণের অনুষ্ঠানের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই।”

জানা গেছে, ঢাকার সিনিয়র সহকারী জজের আদালতের নির্দেশে এই স্থগিতাদেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্যে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হয়।

গত ১১ মে আদালত থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর, আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু, শিল্পী সমিতির সভাপতি শাকিব খান এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালককে আদালত এই নির্দেশনা দেয়।

নির্বাচিত ২১ জন ছাড়াও বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, প্রধান নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর ও বর্তমান সভাপতি শাকিব খানের কাছে এ চিঠি পাঠানোর কথা রয়েছে।

শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৭-১৮) নির্বাচনে মিশা সওদাগর সভাপতি এবং জায়েদ খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়েছে তিনটি প্যানেল। নির্বাচনে মোট ২১টি পদে লড়েছেন ৫৯ প্রার্থী। ভোটার সংখ্যা ছিল ৬২৪ জন। প্যানেল ছিল তিনটি - ওমর সানী-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরার প্যানেল।

Comments

The Daily Star  | English

Talks with Yunus: UN chief reaffirms support for Bangladesh's reforms

United Nations Secretary-General Antonio Guterres met with Chief Adviser Prof Muhammad Yunus in New York today

4h ago