মার্চে আসছে ‘ভুবন মাঝি’

সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘ভুবন মাঝি’ আগামী মার্চ মাসেই দেখতে পাবেন দর্শকরা, এমনটাই জানিয়েছেন ছবির পরিচালক ফাখরুল আরেফিন।
Bhubon-maji
পরমব্রত চট্টোপাধ্যায় ও অপর্ণা, ছবি: সংগৃহীত

সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘ভুবন মাঝি’ আগামী মার্চ মাসেই দেখতে পাবেন দর্শকরা, এমনটাই জানিয়েছেন ছবির পরিচালক ফাখরুল আরেফিন।

ছবিটিতে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, বাংলাদেশের অপর্ণা ঘোষ, নওশাবা, সুষমা সরকার, মাজনুন মিজান প্রমুখ। এরইমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি।

পরিচালক ফাখরুল আরেফিন দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন, “ছবির গল্পটি মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এমনকি, চরিত্রগুলোর নামও পরিবর্তন করা হয়নি।”

মোট ছয়টি গান রয়েছে চলচ্চিত্রটিতে। ‘আমি তোমারই’ গানটি ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন কালিকা প্রসাদ এবং কণ্ঠ দিয়েছেন সপ্তর্ষি ভৌমিক।

সপ্তর্ষি ভৌমিকের লেখা ও মঞ্জুর বিপুলের সুর করা ‘আমি বোতলে পুরেছি কান্না’ গানে কণ্ঠ দিয়েছেন বুশরা শাহরিয়ার। ‘পদ্মা নদীর নৌকা ভিড়ল হুগলী নদীর তীরে’ গানটির কথা লিখেছেন আকাশ চক্রবর্তী এবং কণ্ঠ দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

Comments

The Daily Star  | English

Who is Shigeru Ishiba, the outsider set to lead Japan?

Japan's next prime minister, Shigeru Ishiba, says he reads three books a day and would rather do that than mingle with the ruling party colleagues who picked him as their new leader on Friday.

15m ago