হবিগঞ্জে অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৪০

hobigonj_map.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ডের জায়গা দখলকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকালে আজমিরিগঞ্জের শিবপাশা বাজারে এ ঘটনা ঘটে। এ সময় টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আজমিরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুক আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।'

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকালে শিবপাশা বাজারে ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ডের জায়গায় একটি ঘর নির্মাণ শুরু করে শিবপাশার বন্দেরহাটি গ্রামের এক ব্যক্তি। তখন অটোরিকশা মালিক শ্রমিক নেতারা তাকে বাধা দেন। এসময় ওই ব্যক্তি জায়গাটি যশকেশরী গ্রামের দাবি করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বানিয়াচং ও হবিগঞ্জের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Iran to begin Uranium enrichment with advanced centrifuges: UN watchdog

Iran plans to begin uranium enrichment using thousands of advanced centrifuges at its key nuclear facilities, Fordo and Natanz, the United Nations' International Atomic Energy Agency (IAEA) reported on Friday

36m ago