ভোগান্তিতে দিনের শুরু ভোগান্তিতেই শেষ
ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়। আর তার প্রভাবে সারা দেশে গতকাল রোববার থেকেই চলছে টানা বৃষ্টি। অগ্রহায়ণের শেষের দিকে এমন দীর্ঘ সময়ের বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী।
আজ সকাল থেকেই রাজধানীতে পরিবহন সংকট দেখা যায়। ঢাকার রাস্তায় প্রয়োজনের তুলনায় অনেক কম গণপরিবহন ছিল। বৃষ্টির কারণে রিকশার পরিমাণও ছিল বেশ কম। ফলে ভোগান্তিতে পরেছেন অফিসগামী মানুষ, শিক্ষাপ্রতিষ্ঠানগামী শিক্ষার্থী।
প্রতিদিনের মতোই সকাল ৮টায় বের হয়েও আজ সময় মতো অফিসে পৌঁছতে পারেননি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ইমরান হোসেন। কাউলা থেকে কারওয়ান বাজারে অফিসে পৌঁছতে তার সময় লেগেছে ২ ঘণ্টারও বেশি। এই সময়ের অধিকাংশই কেটেছে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে গিয়ে।
অনেকেই পরিবহন না পেয়ে বা বৃষ্টিতে ভিজে যাওয়ায় ফিরে গেছেন ঘরে।
স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে বিপাকে পড়েছিলেন অনেক অভিভাবক। রিকশা না থাকায় বৃষ্টির ভেতরে হেঁটেই যেতে হয়েছে তাদের।
যাত্রীর তুলনায় রিকশা অনেক কম হওয়ায় যারা রিকশা পেয়েছেন তাদেরও গুণতে হয়েছে বাড়তি ভাড়া।
রাজধানীর কাঁচাবাজারগুলোতে ছিল না উপচে পড়া ভিড়। মার্কেট এবং ফুটপাতের দোকানগুলোতেও ক্রেতাদের উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি।
বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে রাজধানীর বিভিন্ন রাস্তায় বেড়েছে জমা পানির উচ্চতা। জমে থাকা পানি মাড়িয়েই বিভিন্ন গন্তব্যে গেছেন মানুষ। দিন শেষে তারা ঘরেও ফিরছেন একই ভোগান্তি পেরিয়ে।
Comments