বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন আরও ২৪১৫ জন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জন্য ২ হাজার ৪১৫টি হজ কোটা বাড়িয়েছে সৌদি আরব। ফলে এ বছর বাংলাদেশ থেকে আরও ২ হাজার ৪১৫ জন হজ করার সুযোগ পাবেন।

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম আজ বুধবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, এ বছর মোট ৫৭ হাজার ৫৮৫ জন বাংলাদেশির হজ করার কথা ছিল। তাদের সঙ্গে আরও ২ হাজার ৪১৫ জন যুক্ত হওয়ায় এ সংখ্যা বাড়ল।

হজযাত্রীদের মধ্যে ৪ হাজার জন সরকারি হজ ব্যবস্থাপনায় এবং বাকিরা বেসরকারি হজ এজেন্সির অধীনে হজ পালন করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ৮ জুলাই হজ শুরু হতে পারে।

২০১৯ সালে প্রায় ১ লাখ ২৭ হাজার বাংলাদেশিকে হজ করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে, করোনা মহামারির কারণে গত ২ বছর সীমিত আকারে হজ পালিত হয়েছে।

Comments

The Daily Star  | English

10 die of dengue

886 hospitalised in the last 24 hours

1h ago