বাসচাপায় মায়ের মৃত্যু: মামলা নেই, শনাক্ত হয়নি বাস-চালক

স্ত্রীকে হারিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বামী রফিকুল ইসলামের আহাজারি, স্বান্তনা দেওয়ার চেষ্টা করছে মেয়ে। ছবি: স্টার

রাজধানীর মিরপুরে ২ সন্তান নিয়ে স্কুলে যাওয়ার পথে গতকাল মঙ্গলবার দুপুরে বাসের ধাক্কায় সাবিনা ইয়াছমিনের (৩১) মৃত্যু হয় এবং আহত হয় তার ২ সন্তান। এ ঘটনায় আজ বুধবার পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহতের মরদেহের দাফন সম্পন্ন হয়েছে কোনো ময়নাতদন্ত ছাড়াই।

আজ বুধবার সাবিনা ইয়াসমিনের ভাই মামুনুর রশীদ বলেন, 'আজ সকাল ৯টায় বগুড়ার ধুনটে সাবিনার দাফন সম্পন্ন হয়েছে।'

গতকাল দুপুরে ২ মেয়েকে নিয়ে রিকশায় করে স্কুলে যাওয়ার পথে ঢাকা ডেন্টাল কলেজের সামনে একটি বাস পেছন থেকে রিকশাকে ধাক্কা দেয়। এতে ৩ জনই রিকশা থেকে ছিটকে পড়ে আহত হয়। পরে পথচারীরা তাদেরকে প্রথমে স্থানীয় মার্কস হাসপাতালে ও ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় কোনো মামলা করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের মানসিক অবস্থা ভালো নয়। সাবিনার এমন মৃত্যুতে সবাই ভেঙে পরেছে। এখন মামলা করার মতো পরিস্থিতিতে আমরা নেই। পুলিশ যদি মামলা করে তো করবে।'

রাজধানীর ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছি, ট্রাস্ট ট্রান্সপোর্টের একটি বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে।'

জানতে চাইলে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তাদের প্রতিষ্ঠানের কোনো বাস এমন কোনো দুর্ঘটনা ঘটিয়েছে বলে তার জানা নেই।

পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় মামলা করা হবে কি না জানতে চাইলে ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত খন্দকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'মামলা এখনো করা হয়নি। পরিবারের পক্ষ থেকে এখনও মামলা করার বিষয়ে আগ্রহ দেখায়নি। পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।'

রিকশাকে ধাক্কা দেওয়া বাসটি এবং বাসের চালককে শনাক্ত করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'না, বাস বা চালক এখনো শনাক্ত হয়নি। তবে, শনাক্তের চেষ্টা চলছে।'

Comments

The Daily Star  | English

Dhaka condemns desecration of national flag in Kolkata

Condemns violent protests outside its Deputy High Commission in Kolkata

3h ago