বাগেরহাটে ট্রলির ধাক্কায় নিহত ২

দুর্ঘটনার পর ঘটনাস্থল। ছবি: সংগৃহীত

বাগেরহাটে ইটবোঝাই ট্রলির ধাক্কায় ভ্যান গাড়িতে থাকা ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকও আহত হয়েছেন।

আজ বুধবার সকাল ১০টায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ২ জন হলেন—বাগেরহাট সদর উপজেলার সুন্দরভোলা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী রেশমী বেগম (৫০) ও কচুয়া উপজেলার শোলারকোলা গ্রামের সুলতান খানের ছেলে সালাম খান (৪২)। এ ঘটনায় আহত ভ্যানচালকের পরিচয় জানা যায়নি।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার জানান, বাগেরহাট শহর থেকে আসা ইটবোঝাই একটি ট্রলি বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Daily Star’s photo exhibition ‘36 Days of July -- Saluting The Bravehearts’ begins

The event began with a one-minute silence to honour the students and people, who fought against fascism

1h ago