‘আমার ছেলে মানসিকভাবে খুবই বিপর্যস্ত’
'হঠাৎ করে আমার ছেলের মধ্যে পরিবর্তন দেখা দিতে শুরু করলেও সে কিছু জানায়নি। শেষ পর্যন্ত কাউন্সেলিংয়ের মাধ্যমে জানতে পারি, তাকে ছুরির ভয় দেখিয়ে নির্যাতন করা হয়েছে'— কথাগুলো বলেন রাজধানীর রামপুরার একটি স্কুলের তৃতীয় শ্রেণির এক ছাত্রের মা।
শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
ওই শিশুটির মা দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা ভীষণ মর্মাহত। আমার ছেলে মানসিকভাবে খুবই আতঙ্কিত ও বিপর্যস্ত। তার সঙ্গে অনেকদিন ধরে নির্যাতন চলেছে। আমরা আসামির সর্বোচ্চ শাস্তি চাই।
তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থীকে স্কুলে ধর্ষণের মামলায় অভিযুক্ত শিক্ষককে বুধবার গ্রেপ্তার করে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
ওসিসির প্রধান ডা. বিলকিস বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, শিশুটিকে একটি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। আজ কিছু প্রাথমিক পরীক্ষা করা হয়েছে। আগামী শনিবার ফরেনসিক পরীক্ষা করা হবে।
Comments