কেকে ৩৩ বার মনোনয়ন পেয়েছেন, একবারও পুরস্কার পাননি
কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে) বলিউডের প্রথম সারির গায়ক হিসেবে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া সত্ত্বেও পাননি ফিল্মফেয়ার পুরস্কার।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে, মোট ৩৩ বার ফিল্মফেয়ার, আইফাসহ বিভিন্ন অ্যাওয়ার্ডের মনোনয়ন পেলেও পুরস্কার তার ভাগ্যে জোটেনি।
গুলজার পরিচালিত 'মাচিস' সিনেমার জন্য 'ছোড় আয়ে হাম ইয়ে গলিয়া'র মতো গান গেয়েও অবহেলিত ছিলেন।
সঞ্জয় লীলা বানশালীর 'হাম দিল দে চুকে সনম' সিনেমার 'তাড়াপ তাড়াপকে ইস দিল সে' গানটির জন্য মনোনয়ন পেয়েও ফিল্মফেয়ার পাননি কেকে। এই গানের জন্য শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে সে বার আইফা পুরস্কারের মনোনয়নেও ছিলেন। সেখানেও পুরস্কৃত হননি তিনি।
প্লেব্যাক শুরু করার পর অনেক সুপারহিট গান থাকলেও পুরস্কার ধরা দেয়নি কেকের হাতে।
কেকের কণ্ঠে 'সাচ কেহ রাহা হ্যায় দিওয়ানা', 'খুদা জানে ইয়ে', 'আঁখো মে তেরি', 'তুনে মারি এন্ট্রি ইয়ার', 'ক্যায়া মুঝে পেয়ার হ্যায়', 'লাবো কো লাবো সে' গানগুলো সেই সময়ে মুখেমুখে ফিরেছে।
কেকে শুধু ভালোবেসে গান গাইতেন। তাকে সিনেমার কোনো পার্টিতে তেমন একটা দেখা যেত না। তবে তিনি অমর হয়ে থাকবেন তার কালজয়ী গানের মাঝে।
Comments