টেইলরের বিদায় যেন 'খুব ভালো' না হয়, চাওয়া বাংলাদেশের
বাংলাদেশের বিপক্ষেই শেষবারের মতো টেস্ট খেলতে দেখা যাবে রস টেইলরকে। নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার নিশ্চয়ই মুখিয়ে থাকবেন সাদা পোশাকে নিজের বিদায়ী সিরিজটা রাঙাতে। তবে সেটার ঠিক উল্টো প্রত্যাশা বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। তিনি জানালেন, ব্যাট হাতে টেইলর যেন সফল না হন, সেটা নিশ্চিত করার চেষ্টা থাকবে তার শিষ্যদের।
নিউজিল্যান্ডের ইতিহাসের সফলতম টেস্ট ব্যাটার ৩৭ বছর বয়সী টেইলর। লম্বা সময় ধরে দলের মিডল অর্ডারের ভরসা হয়ে আছেন তিনি। ২০০৭ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে অভিষেকের পর তিনি খেলেছেন ১১০ ম্যাচ। তার আগে কিউইদের হয়ে একশর বেশি টেস্ট খেলেছেন কেবল একজন। ১১০ টেস্টে ৪৪.৮৭ গড়ে ৭৫৮৪ রান করেছেন টেইলর। ১৯ সেঞ্চুরির সঙ্গে ৩৫ ফিফটি আছে তার নামের পাশে।
টেইলরের মতো তারকার অবসর নেওয়া নিউজিল্যান্ডের জন্য দুঃখের খবর। প্রতিপক্ষ দলগুলোর জন্য আবার সেটা আনন্দের। সিরিজের প্রথম টেস্ট শুরুর আগের দিন শুক্রবার এক ভিডিও বার্তায় ডমিঙ্গো জানান, 'আমি আন্তর্জাতিক ক্রিকেটে সম্পৃক্ত আছি ৯-১০ বছর ধরে। সে (টেইলর) সবসময়ই ছিল কঠিন প্রতিপক্ষ। তাকে আউট করা কঠিন। খুবই উঁচুমানের ক্রিকেটার সে।'
'নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য দুঃখজনক যে সে বিদায় নিচ্ছে। তবে আমার মনে হয়, অনেক প্রতিপক্ষই খুশি হবে যে তার সামনে আর বোলিং করতে হবে না। নিউজিল্যান্ড ক্রিকেটকে দারুণ সেবা দিয়েছে সে। এই গ্রীষ্মের পর তার ভবিষ্যৎ যেখানেই থাকুক, তার জন্য শুভ কামনা।'
বাংলাদেশের বিপক্ষে টেইলরের টেস্ট রেকর্ড খুবই ভালো। ৯ টেস্টে ৫৩.৯১ গড়ে তিনি করেছেন ৬৪৭ রান। এক ডাবল সেঞ্চুরির সঙ্গে আছে পাঁচ হাফসেঞ্চুরি। এই পরিসংখ্যান অজানা নয় বাংলাদেশের প্রধান কোচের। তিনি তুলে ধরেন টেইলরকে ভালো করতে না দেওয়ার লক্ষ্য, 'এখনও কিছু ক্রিকেট তার বাকি আছে, এই সিরিজে যেমন। তবে অনেক বোলারই খুশি হবে যে সামনে তাকে আর বল করতে হবে না। গত ১০-১২ বছর ধরে সে দারুণ ধারাবাহিক।'
'আমরা নিশ্চিত করার চেষ্টা করব, তার বিদায় যেন খুব ভালো না হয়। তবে আমরা জানি, তাকে আউট করতে হলে সামনের কয়েক দিনে আমাদের ভালো বল করতে হবে। কারণ, সে শেষটা ভালো করতে মুখিয়ে থাকবে। ভালো মানের সব ক্রিকেটারই চায় শেষটা চূড়ায় থেকে করতে এবং মাথা উঁচু করে বিদায় নিতে। সে অবশ্যই চেষ্টা করবে সামনের দুই সপ্তাহে বড় স্কোর করতে।'
আগামীকাল শনিবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে প্রথম দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।
Comments